বেলারুশে রাশিয়ার সামরিক মহড়ায় নজিরবিহীন সেনা মোতায়েন
ঠান্ডা যুদ্ধের পর বেলারুশে এত সেনা মোতায়েন করেনি রাশিয়া। বেলারুশের সেনার সঙ্গে রাশিয়ার সেনার যৌথ মহড়া শুরু হয়েছে। আর তা ইউক্রেন প্রশ্নে উত্তেজনায় ভিন্নমাত্রা যোগ করেছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে।
এই সামরিক মহড়া চলবে ১০ দিন ধরে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার বিপুল সেনা মোতায়েনের পরিপ্রেক্ষিতে এই মহড়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ন্যাটো জানিয়েছে, ঠান্ডা যুদ্ধের পর বেলারুশে কখনো এত বেশি সেনা মোতায়েন করেনি রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল বেলারুশ। এখন তারা রাশিয়ার বন্ধু দেশ। মহড়ায় অত্যাধুনিক সুখোই যুদ্ধবিমানও অংশ নিয়েছে।
এই সামরিক মহড়া নিয়ে যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। পেন্টাগন জানিয়েছে, দেশটির চেয়ারম্যান অব জয়েন্ট চিফ মার্ক মিলি এ মহড়ার বিষয়ে বেলারুশের মেজর জেনারেল গুলেভিচকে ফোন করেছিলেন। তবে কী কথা হয়েছে, তা তারা গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
রাশিয়া জানিয়েছে, বেলারুশের সঙ্গে পোল্যান্ড ও ইউক্রেন সীমান্তের কাছে পাঁচটি জায়গায় ১০ দিন ধরে মহড়া হবে। এই মহড়ায় ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হবে।
তবে মহড়ায় মোট কতজন সেনা অংশ নেবে, পরমাণু অস্ত্র নিয়ে মহড়া হবে কি না, তা রাশিয়া জানায়নি। তবে প্রচুর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া হচ্ছে।
বেলারুশে রাশিয়ার সামরিক মহড়ার পাল্টা জবাবে ইউক্রেনও সামরিক মহড়া শুরু করেছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তাদের সামরিক মহড়া।
এই পরিস্থিতিতে পোল্যান্ডে আরও ৩৫০ জন ব্রিটিশ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। আগে থেকেই সেখানে ১৫০ জন ব্রিটিশ সেনাসদস্য ছিলেন। এ ছাড়া এক হাজার সেনাসদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। দরকার হলেই তাদের পোল্যান্ড পাঠানো হবে।
এসএ/