অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক রাখবো না: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবিঃসংগৃহীত
অভিবাসীদের ফেরত নিতে অস্বীকারকারী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ অভিবাসীদের তাড়ানোর বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এই হুমকি দিয়েছেন তিনি।
মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর এই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘‘আমি তাদের প্রত্যেকটি দেশে ফেরত পাঠাবো নতুবা আমরা সেসব দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেব।’’
দ্বিতীয় বারের মতো টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার-২০২৪ নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তার ঐতিহাসিক প্রত্যাবর্তনের স্বীকৃতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত করেছে ম্যাগাজিনটি। এর আগে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো টাইমের বর্ষসেরা ব্যক্তির খেতাব পেয়েছিলেন তিনি।
অভিবাসীদের প্রত্যাবাসনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘আমি যুক্তরাষ্ট্র থেকে তাদের বের করে দিতে চাই এবং দেশগুলোকে তাদের ফিরিয়ে নিতে হবে। আর তারা যদি অভিবাসীদের ফিরিয়ে না নেয়, তাহলে আমরা সেসব দেশের সঙ্গে ব্যবসা করব না। আমরা সেই দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্ক আরোপ করবো।’’
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় নির্বাচিত এই প্রেসিডেন্ট বলেন, যেসব দেশ অভিবাসীদের ফেরত নিতে অস্বীকার করবে, তাদের জন্য ব্যবসা-বাণিজ্যকে ‘অত্যন্ত কঠিন’ করে তুলবেন তিনি। ওই সব দেশের বিরুদ্ধে চড়া শুল্ক চাপিয়ে দেওয়া হবে।
‘‘অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার জন্য যাই করতে হোক না কেন, করবো। আমি কোনও পরোয়া করি না। যাই ঘটুক আমি তাদের বের করবোই। আবারও আমি এটা একেবারে আইনের সীমার মধ্যেই করবো, যদি নতুন ক্যাম্পেরও প্রয়োজন হয়। তবে আমি আশা করি, আমাদের এটার খুব বেশি প্রয়োজন হবে না। কারণ আমি তাদের ফেরত পাঠাতে চাই। আমি চাই না, তারা আগামী ২০ বছর ক্যাম্পে বসে থাকুক।’’
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি অভিবাসীদের পরিবারগুলোকে আলাদা করতে চাই না। তাদের তাদের সবাইকে বিশেষ করে বাবা-মা, সন্তানদেরও একসঙ্গে প্রত্যাবাসিত করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কেবল বৈধ উপায়ে লোকজনকে দেশে প্রবেশ করতে দেবে বলে জোর দেন তিনি।
ট্রাম্প বলেন, ‘‘আমরা চাই না কারাগার থেকে মানুষ এখানে আসুক। আমরা চাই না ভেনেজুয়েলা এবং অন্যান্য অনেক দেশের কারাগার থেকে লোকজন আসুক। এটা কেবল দক্ষিণ আমেরিকার দেশগুলোই নয়। আমরা চাই না, আমাদের দেশে কারাগার খুলে দেওয়া হোক। আমরা তাদের বন্দীদের গ্রহণ করছি না। আমরা এটা করছি না।’’
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ব্যবহার করে তিনি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে চান বলে জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘এই কাজে আমরা ন্যাশনাল গার্ডকে পাবো। এটা করার জন্য আমরা দেশের আইন অনুযায়ী যতদূর যেতে পারি যাবো।’’