ইরানি নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরে হামলা, নিহত ২৭
ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলা। ছবি: সংগৃহীত
দক্ষিণ-পূর্বসীমান্ত প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে ইসলামি বিপ্লবী গার্ডবাহিনীর (আইআরজিসি) সদর দপ্তরে হামলায় ইরানি নিরাপত্তা বাহিনীর অন্তত ১১ সদস্য নিহত হয়েছেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে, জাইশ আল-আদল (আর্মিঅফ জাস্টিস)-এর ১৬ সদস্য- নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন থেকে জানা গেছে, আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তানের চাবাহার এবং রাস্ক শহরে এই হামলার ঘটনা ঘটে।
তেহরান থেকে আল জাজিরার ডোরসা জাব্বারি জানিয়েছেন, এটি জইশ আল-আদলের চালানো মারাত্মক আক্রমণগুলোর মধ্যে একটি। তিনি জানান, বন্দুকধারীরা একযোগে বিভিন্ন নিরাপত্তা ও সামরিক কম্পাউন্ডে হামলা চালায়। তাদের পরনে আত্মঘাতী পোষাকও ছিল।
তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে কয়েক ঘণ্টা ধরে ওই লড়াই চলে। ইরানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, সন্ত্রাসীদের চাবাহার এবং রাস্কে গার্ডস সদর দপ্তর দখলের লক্ষ্যে করা হামলা ব্যর্থহয়েছে। জইশ আল-আদল একটি চরমপন্থি সুন্নি মুসলিম গোষ্ঠী। এরা দক্ষিণ-পূর্বইরান ও পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে নিজেদের কার্যক্রম পরিচালনা করে।
এদিকে দামেস্কে ইরানের কনস্যুলার অ্যানেক্সে একটি বিমান হামলায় সাতজন বিপ্লবী গার্ডনিহত হওয়ার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে
এই হামলা চালানো হলো। ওই হামলায় নিহতদের মধ্যে দুইজন জেনারেলও ছিলেন।