শনিবার, ২৪ মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

ন্যাটোতে যোগ দিল সুইডেন

ছবি: সংগৃহীত

ন্যাটোর নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সুইডেন। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন যুক্তরাষ্ট্রের সরকারের কাছে চূড়ান্ত নথিপত্র হস্তান্তর করেন। এটি ছিল সুইডেনের উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) জোটে যোগদানের শেষ ধাপ।

বৃহস্পতিবার (৭ মার্চ) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আনুষ্ঠানিকতা শেষে মার্কিন নেতৃত্বাধীন জোটটিতে যোগ দেয় স্টকহোম। জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল আজিরা।

ন্যাটোর ৩২তম সদস্য এখন সুইডেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরই নিজেদের নিরাপত্তা জোরদারে ন্যাটোতে যোগ দেয়ার আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। গত বছর ফিনল্যান্ড সদস্যপদ পেলেও তুরস্কের বাধায় আটকে যায় সুইডেন। চলতি বছরের জানুয়ারিতে, তুরস্ক বাধা তুলে নিলে আপত্তি জানায় হাঙ্গেরি।

সম্প্রতি হাঙ্গেরিও সুইডেনকে ন্যাটোতে নিতে রাজী হলে কাটে সব বাধা। আর তাতেই আবেদনের প্রায় দুই বছর পর ন্যাটোর সদস্য হলো স্টকহোম।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে বাবা-মায়ের চোখের সামনে ট্রাকচাপায় শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের সখীপুরে বাবা-মায়ের সামনেই দ্রুতগামী ট্রাকের চাপায় প্রাণ গেল পাঁচ বছরের শিশু সোয়াদ আল সাফওয়ান-এর। শুক্রবার (২৩ মে) দুপুরে সখীপুর পৌর শহরের লাইফকেয়ার ক্লিনিকের সামনে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান উপজেলার গড়গোবিন্দপুর জামতলা এলাকার বাসিন্দা মাসুম শিকদার ও মিতু আক্তার দম্পতির একমাত্র সন্তান।

স্বজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু সাফওয়ানকে চিকিৎসকের কাছে দেখাতে নিয়ে যান তার মা-বাবা। ঢাকা-সখীপুর সড়কের পাশে অবস্থিত লাইফকেয়ার ক্লিনিকের সামনে অটোরিকশা থেকে নামার পর মিতু আক্তার একা সড়ক পার হয়ে ক্লিনিকের দিকে চলে যান।

অটোরিকশায় বসে থাকা শিশু সাফওয়ান তার বাবার কাছেই ছিল। বাবা মাসুম তখন ভাড়া মেটাচ্ছিলেন চালককে। এরই মাঝে সাফওয়ান হঠাৎ করে রিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার চেষ্টা করে। সে সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

শিশু সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাস্থলে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। স্থানীয়রা অবিলম্বে ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ পারাপারের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Header Ad
Header Ad

ড. ইউনূস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি: সালাহউদ্দিন আহমেদ

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দলটি কখনোই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করেনি। তবে তিনি নিজে থেকে দায়িত্ব ছেড়ে দিলে, রাষ্ট্র এবং জাতি অবশ্যই তার বিকল্প খুঁজে নেবে।

শুক্রবার (২৩ মে) এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, “ড. ইউনূস যদি নিজ সিদ্ধান্তে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। তবে বিএনপি তার পদত্যাগ চায় না। আমরা চাই, তিনি সম্মানজনকভাবে দায়িত্ব পালন করুন এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জাতিকে দিকনির্দেশনা দিন।”

তিনি আরও বলেন, “নির্বাচনের রোডম্যাপ না দিয়ে ‘সংস্কার’ নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। অথচ সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে পরিচালনা করা সম্ভব। দেড়-দুই মাসে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা সম্ভব। কিন্তু নির্বাচন আয়োজনে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই; বরং ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া দীর্ঘায়িত করা হচ্ছে।”

বিএনপি নেতা জানান, তারা ১৯ মে সোমবার থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েও পাননি। তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরে থাকা আওয়ামী ঘরানার কিছু ব্যক্তি এবং উচ্চাভিলাষী কিছু উপদেষ্টা বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে দেখে চলেছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “এ রাষ্ট্র কোনো ব্যক্তিনির্ভর নয়। পৃথিবীতে কেউই অপরিহার্য নয়। যদি ড. ইউনূস দায়িত্ব পালনে অপারগ হন, তবে জাতি বিকল্প পথ বেছে নেবে।”

তিনি স্পষ্ট করে বলেন, “আমরা চাই, ড. ইউনূস থেকে যান, কারণ তার প্রতি এখনো আমাদের সম্মান ও আস্থা আছে। তবে সেই আস্থার প্রতিফলন ঘটাতে হলে তাকে অবশ্যই জাতিকে নির্বাচনের দিকনির্দেশনা দিতে হবে। সেটিই বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র উপায়।”

 

Header Ad
Header Ad

উপদেষ্টাদের পদত্যাগের দাবির দৃষ্টি ঘোরাতে প্রধান উপদেষ্টার পদত্যাগ ‘নাটক’: রাশেদ খান

বিক্ষোভ সমাবেশে রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সমর্থিত উপদেষ্টাদের পদত্যাগের দাবির বিষয়ে জনমত থেকে দৃষ্টি সরাতে প্রধান উপদেষ্টার পদত্যাগের ‘নাটক’ সাজানো হয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

শুক্রবার (২৩ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের আলরাজি কমপ্লেক্সের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন তিনি। বাংলাদেশ যুব অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।

রাশেদ খান বলেন, “গতকাল প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়ানো হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে তিনি পদত্যাগ করেননি। উপদেষ্টা ও নেতাদের আচরণে বিরক্ত হয়ে তিনি সতর্ক করে বলেছেন, তারা সংযত না হলে তিনি দায়িত্ব পালন করবেন না। এই বক্তব্যকে ঘিরেই ‘পদত্যাগ’ নাটক সাজিয়ে জনমতের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা চালানো হয়েছে।”

তিনি আরও বলেন, “একজন উপদেষ্টা বলেছেন, তারা শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেননি। কিন্তু ১০ মাসেও রাষ্ট্র সংস্কার কিংবা গণহত্যার বিচার হয়নি। বরং সংস্কারের নামে উপদেষ্টাদের ঘনিষ্ঠরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস দুর্নীতিতে জড়ালেও তাকে কোনো জবাবদিহির মুখোমুখি করা হয়নি। এছাড়া নিষিদ্ধ সংগঠনের নেতাকে প্রশাসক পদে নিয়োগের ব্যাখ্যাও তিনি দিতে পারেননি।”

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, “উপদেষ্টা মাহফুজ আলম নৈরাজ্য ও অনৈক্য সৃষ্টি করেছেন, আর আসিফ মাহমুদ দুর্নীতির মাধ্যমে উপদেষ্টা পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। এ কারণে এই দুইজনকে শপথ ভঙ্গের দায়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে প্রশাসক এজাজকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে। অন্যথায় উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।”

ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে রাশেদ খান বলেন, “আমরা ড. ইউনূসের পদত্যাগ চাই না। বরং দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত আমরা তাকে দায়িত্বে রাখার পক্ষে। তবে তার দল ভালো খেলছে না। ভালো দল ছাড়া ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়া গেলেও পুরো ম্যাচ জেতা যায় না। তাই রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার করতে হলে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন জরুরি।”

তিনি জানান, “আগামী সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন জরুরি। তার আগে গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কার সম্পন্ন করতে হবে। যদিও কিছু উপদেষ্টা নির্বাচনী ক্ষমতার লোভে প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।”

সমাবেশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, “উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম শপথ ভঙ্গ করেছেন। তারা শুধুমাত্র রাজনৈতিক কৌশলহীনতাই নয়, বরং ড. ইউনূসকেও বিতর্কিত করতে চাইছেন। আমরা স্পষ্টভাবে বলছি, আমরা ড. ইউনূসের পাশে আছি।”

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন বলেন, “জুলাই মাসের মর্যাদা ও জাতীয় ঐক্য রক্ষা করতে হলে, উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় তাদের অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে এবং ঢাকা সিটি কর্পোরেশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দীন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের উত্তর মহানগর সভাপতি রাহুল ইসলাম ও সাধারণ সম্পাদক হোসাইন নুর, দক্ষিণ মহানগরের সভাপতি জাহাঙ্গীর হিরণ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান শুভ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে বাবা-মায়ের চোখের সামনে ট্রাকচাপায় শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু
ড. ইউনূস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি: সালাহউদ্দিন আহমেদ
উপদেষ্টাদের পদত্যাগের দাবির দৃষ্টি ঘোরাতে প্রধান উপদেষ্টার পদত্যাগ ‘নাটক’: রাশেদ খান
এনসিপি অহেতুক বিবাদে জড়াচ্ছে, প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, সমঝোতা প্রয়োজন: এবি পার্টি
প্রধান উপদেষ্টার পদত্যাগ না করার বার্তা মুছে ফেললেন বিশেষ সহকারী
ফ্রান্স, ব্রিটেন ও কানাডা হামাসকে উৎসাহিত করছে: নেতানিয়াহু
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, খুঁটির ধাক্কায় উল্টে নিহত ২, আহত ১০
যুক্তরাষ্ট্রে তৈরি না হলে অ্যাপলকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে: ট্রাম্প
নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছি: অর্থ উপদেষ্টা
বিএনপি ক্ষমতায় গেলে জুলাইয়ের সব হতাহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে: রিজভী
শপথ কেবল ফরমালিটি, ঢাকাবাসীর পাশে থাকার ঘোষণা ইশরাক হোসেনের
চার দাবিতে বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ
কাশ্মীরে গুলিতে ফের ভারতীয় সেনা নিহত
আপত্তিকর অবস্থায় আটক রাবির সেই শিক্ষক ও ছাত্রীকে বহিষ্কার
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে নৃশংস ডাকাতি, মরদেহেও হামলা
৮ নায়িকার সঙ্গে ট্রাক ড্রাইভার মোশাররফ করিম
অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি, করে যাব: সেনাপ্রধান
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি: রিজওয়ানা হাসান
আপনি ১৮ কোটির ইউনূস, আমরা পদত্যাগ চাই না: জয়নুল আবদিন ফারুক