গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নারী শিশুসহ নিহত ৯০
গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক চাপের মধ্যেও অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে অন্তত ৯০ ফিলিস্তিনি নিহত ও ১০০ জন আহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রবিবার (১৭ ডিসেম্বর) চালানো ওই হামলায় জাবালিয়ায় অবস্থিত আল বারসা এবং আলওয়ান আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাবালিয়ায় চালানো ইসরায়েলের হামলায় নারী ও শিশুরা নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তারা ধারণা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।
হামলায় আহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু হাসপাতালে নতুন রোগীদের স্থান সংকুলান হওয়া অসম্ভব হয়ে পড়েছে। এ হামলায় ফিলিস্তিনের জিহাদি গোষ্ঠীর মুখপাত্র দাউদ শিহাবের ছেলে মারা গেছেন। হামাসের তরফ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হামাসের মুখপাত্র দাউদ শিহাব বলেন, আমরা বিশ্বাস করি ধ্বংসস্তূপের নিচে মৃত মানুষের সংখ্যা অনেক বেশি কিন্তু ইসরায়েলি হামলার তীব্রতার কারণে ধ্বংসস্তুপ অপসারণ এবং তাদের পুনরুদ্ধারের কোনও উপায় নেই।
মধ্য গাজার দেইর এল-বালাহের চিকিৎসকরা বলেছেন, গাজার দক্ষিণে রাফাহ শহরে কমপক্ষে ১২ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে।