শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ | ২৩ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মেক্সিকোতে হলিডে পার্টিতে বন্দুক হামলা, নিহত ১২

ছবি: সংগৃহীত

মেক্সিকোর একটি হলিডে পার্টিতে বন্দুক হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের সালভাটিয়েরা শহরে একটি হলিডে পার্টিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ঐতিহ্যবাহী এই মেক্সিকান পার্টিটি বড়দিনের আগ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে।
সন্ত্রাসীরা ভোরবেলায় সেখানে আক্রমণ করে। এতে পার্টিতে যোগ দেওয়া এক ডজন লোক নিহত হয়েছেন বলে মেক্সিকান কর্তৃপক্ষ জানায়।

গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস সন্ত্রাসীদের গুলিতে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

উল্লেখ্য, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে খুবই বিখ্যাত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে। ২০০৬ সালের ডিসেম্বরে দেশটির সরকার মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজারেরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

Header Ad

প্যারিসে পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন আসিফ মাহমুদ

প্যারিসে পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্যারিসে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন শ্রম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এসময় দুইজনকে হাস্যজ্বল দেখা গেছে।

বিষয়টি জানিয়ে পিনাকী সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আসিফ আসছে প্যারিসে, আমার সাথে দেখা করতে। এর সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।

সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান আসিফ মাহমুদ।

জানা যায়, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। সেখান থেকে আসিফ মাহমুদ ফান্সের প্যারিসে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নেটিজেনরা বেশ গুরুত্বের সঙ্গেই এই সাক্ষাৎ নিয়েছেন। একজন লিখেছেন, ২৪ এর নায়ক পিনাকি দাদা ও আসিফ মাহমুদকে একসাথে দেখে মনটা ভরে গেলো। বিপ্লবী সরকারের সফলতার জন্য পিনাকি দাদাকে কিভাবে সরাসরি কাজে লাগানো যায়, সে বিষয়ে আসিফ মাহমুদ গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করি। দু'জনের জন্যে অনেক অনেক শুভকামনা ও আশীর্বাদ রইল।

সম্প্রতি উপদেষ্টা আসিফ নজরুল সুইজারল্যান্ড সফরে গেছেন। একইসঙ্গে সুইজারল্যান্ড গেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

Header Ad

জেনেভা বিমানবন্দরে আসিফ নজরুলকে হেনস্তা, তারেক রহমানের তীব্র নিন্দা

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে তারেক রহমান বলেন, এই আচরণ শুধু শিষ্টাচার বহির্ভূতই নয়, বরং দেশের মর্যাদার ওপর এক আঘাত।

বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার (৭ নভেম্বর) ফ্রান্স যাওয়ার পথে ড. আসিফ নজরুলকে জেনেভা বিমানবন্দরে কতিপয় আওয়ামী লীগের কর্মীরা ঘিরে ধরে অশোভন আচরণ করে। এই আচরণে প্রমাণিত হয়, তারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নয় এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নয়। তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সমর্থকরা বিদেশের মাটিতে গণতন্ত্রপন্থী ব্যক্তিদের উপর আক্রমণ চালাচ্ছে, যা ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ।”

তারেক রহমান আরও উল্লেখ করেন, ড. আসিফ নজরুলের ওপর এই অশালীন আচরণ বর্তমান দু:শাসনেরই প্রতিফলন, যেখানে সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারকে উপেক্ষা করছে।

সুইজারল্যান্ডে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই ঘটনায় জড়িত ছিলেন বলে সূত্র জানায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল আওয়ামী সমর্থক ড. আসিফ নজরুলকে ঘিরে বিভিন্ন উস্কানিমূলক প্রশ্ন করছেন এবং উত্তেজিতভাবে স্লোগান দিচ্ছেন।

এই ঘটনার পর বিএনপি’র পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের এমন কর্মকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Header Ad

ভাতিজিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন চাচা

ছবি: সংগৃহীত

বরগুনার তালতলীতে ভাতিজিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করতে গিয়ে লিঙ্গ হারালেন কবির হোসেন (৩৫) নামের এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার(০৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত কবির হোসেন ঐ এলাকার পাঞ্জু হাওলাদারের ছেলে।

জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকায় পাখি ছদ্ম নাম (১৮) নামের এক কিশোরী শুঁটকি পল্লীতে কাজ করেন। একই সাথে ঐ শুঁটকি পল্লীতে কবির হোসেন কাজ করেন। একই এলাকার দুঃসম্পর্কিত চাচা হয় কবির হোসেন। তবে কবির হোসেন তার দুঃসম্পর্কিত ভাতিজিকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছেন। এতে ভাতিজি রাজি না হলে বাড়িতে বাবা-মা কেউই না থাকার সুযোগে সে বৃহস্পতিবার রাতে কৌশলে ঘরের ভেতরে ঢুকে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষণ করেন। এ সময় ভাতিজি নিরুপায় হয়ে নিজের সম্ভ্রম বাঁচাতে দেশিও ধারালো দা দিয়ে ধর্ষক চাচা কবির হোসেনের গোপনাঙ্গ কেটে দেয়। পরে স্থানীয়রা কবিরকে উদ্ধার করে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠান।

ভুক্তভোগী ভাতিজি বলেন, কবির হোসেন আমার দুঃসম্পর্কিত চাচা হয়। তবে তিনি আমাকে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসছেন। আমি রাজি না হওয়াতে তিনি জোরপূর্বক আমাদের ঘরে ঢুকে ধর্ষণ করেন। অনুরোধ করলেও চাচা কবিব কিছুতেই শোনেননি। এ সময় কৌশলে ধারালো দা এনে তার গোপনাঙ্গ কেটে দেই। পরে তিনি পালিয়ে যায়। কোনো উপায় না পেয়ে আমি ধর্ষণের হাত থকে বাঁচার জন্য এ ঘটনা ঘটিয়েছেন বলে তিনি জানান। তিনি আরও বলেন কবির সম্পর্কেও চাচা হলেও এর আগে আমার দুই বড় বোনকে উত্ত্যক্ত করতো। এরপরে আমাকে কু প্রস্তাব দেয়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত কবির হোসেন বলেন, আমি ভাতিজির বাসায় গিয়ে দেখি দুইটি অপরিচিত ছেলে। ঐ ছেলে দুইজনসহ ভাতিজি হঠাৎ আমাকে ধরে মারধর করেন ও গোপনাঙ্গ কেটে দেয়। আমি কোনোমতে প্রাণ বাঁচাতে লুঙ্গি নিয়ে দৌড়ে পালিয়ে আসি।

তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালাম খান বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

প্যারিসে পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন আসিফ মাহমুদ
জেনেভা বিমানবন্দরে আসিফ নজরুলকে হেনস্তা, তারেক রহমানের তীব্র নিন্দা
ভাতিজিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন চাচা
জন্মসূত্রে নাগরিকত্ব প্রথা বাতিল হচ্ছে যুক্তরাষ্ট্রে
বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না: মির্জা ফখরুল
ট্রাম্প ক্ষমতায় আসলেও হাসিনার আসার সুযোগ নেই: মাহমুদুর রহমান
বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক ড্রাইভার এর মৃত্যু
শোভাযাত্রায় যোগ দিতে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল
কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
তিনটি পর্বতারোহণে রেকর্ড গড়লেন পাবনার তৌকির
ইসরায়েলি হামলায় গাজা ও লেবাননে আরও শতাধিক নিহত
আবারও এমবাপ্পেকে ছাড়াই ফ্রান্সের দল ঘোষণা
চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প
নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জুমার নামাজ ছেড়ে দেয়ার ভয়াবহ শাস্তি
স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, সরবরাহ বাড়ানোর তাগিদ
সুইজারল্যান্ডে হেনস্তার শিকার উপদেষ্টা আসিফ নজরুল
দুপুরে রাজধানীতে বিএনপির র‍্যালি, বক্তব্য রাখবেন তারেক রহমান
ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব গ্রেফতার
হামাস-হিজবুল্লাহর হাতেই ইসরায়েলি দখলদারিত্বের সমাপ্তি হবে: খামেনি