সেমেরুর অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫৭ জন। বিবিসি জানায়।
স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে হঠাৎ করে অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের ছাই ১১টি গ্রামে ছড়িয়ে পড়েছে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে ধেয়ে আসা ছাইয়ের মেঘ থেকে দ্বীপের মানুষজনকে পালাতে দেখা গেছে। কোন কোন জায়গায় ছাইয়ের মেঘে সূর্য সম্পূর্ণ ঢাকা পড়ায় সবকিছু ঘন অন্ধকারে ছেয়ে গেছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) বরাত দিয়ে বিবিসি জানায়, এখন পর্যন্ত ৯০২ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
এয়ারলাইনসগুলোকে ছাইয়ের মেঘের কারণে সতর্ক করে দেওয়া হয়েছে। এই ছাই ৫০ হাজার ফুট পর্যন্ত ওপরে উঠে যেতে পারে।
গত ৫০ বছর ধরে এই আগ্নেয়গিরি থেকে প্রায়ই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে তিন মাইল পর্যন্ত এলাকায় কাউকে ঢুকতে দিচ্ছে না।
কেএফ/
