ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৩

ভারতের উত্তর-পূর্ব রাজ্য নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৩ বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে গ্রামবাসী। শনিবার মিয়ানমার সীমান্তের কাছে মন জেলায় এ ঘটনা ঘটে। রবিবার কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়।
এ ঘটনার জেরে নিরাপত্তা বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা, আগুনও দেওয়া হয় কয়েকটিতে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত হয় নিরাপত্তা বাহিনীর এক সদস্য।
তিরুর একটি কয়লা স্থাপনা থেকে পিক আপ ভ্যানে গ্রামে ফেরার পথে নিরাপত্তা বাহিনীর হামলার শিকার হয় তারা। ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের-এনএসসিএন বিদ্রোহী ভেবে তাদের ওপর গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে হতাহতের এমন ঘটনা ঘটে।
এ ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখমন্ত্রী নেফিউ রিও। তিনি এ বিষয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে বলেন, বেসামরিক নাগরিক নিহতের ঘটনা নিঃসন্দেহে দুঃখ জনক।
এদিকে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এ ঘটনায় রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কেএফ/
