কানাডার নাগরিকদের ভিসা দেবে না ভারত
‘প্রক্রিয়াগত কারণে’ ভারতের সব ভিসা পরিষেবা স্থগিত করেছে কানাডা সরকার। ছবি: সংগৃহীত
অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেবে না ভারত। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অনলাইনে ভারতের ভিসা আবেদন কেন্দ্র বিএলএস ইন্টারন্যাশনাল। যেখানে বলা হয়, ‘অপারেশনাল বা পরিচালনাগত কারণে’ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভারতীয় ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে। খবর এনডিটিভি।
ভিসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারতীয় মিশনের কাছ থেকে একটি নোটিশ এসেছে। ওই নোটিশে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভিসা সেবা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে হত্যার ঘটনায় ভারত সরকারের পৃষ্ঠপোষকতার প্রমাণ মিলেছে। ট্রুডোর এমন অভিযোগের পরপরই দেশটি থেকে ভারতের এক কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।
তবে কানাডার অভিযোগের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘কানাডার কোনো সহিংস ঘটনায় ভারত সরকারের সম্পৃক্ততার অভিযোগ একেবারে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এমন অভিযোগ করলে তিনি তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। মন্ত্রণালয় জানিয়েছে, কানাডা সরকারকে তাদের ভূখণ্ডে সব ধরনের ভারতবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনি উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গত জুন মাসে কানাডার ভ্যাঙ্কুভারে গুলিতে নিহত হন নিজার। চলতি মাসে দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ফাঁকে কানাডায় সক্রিয় সশস্ত্র খালিস্তানপন্থীদের বিষয়টি সামনে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই হত্যাকাণ্ডের অভিযোগ আনেন ট্রুডো। তবে ভারতে একে ‘অযৌক্তিক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অস্বীকার করেছে।
কভিড-১৯ মহামারীর পর এ প্রথমবার কানাডা থেকে ভিসা পরিষেবা বন্ধ করল দিল্লি।