মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় শিশুসহ নিহত ৭
মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় এক শিশুসহ সাতজন মারা গেছেন। শনিবার (১৫ এপ্রিল) দেশটির মধ্যাঞ্চলে একটি ওয়াটার পার্কে এ ঘটনা ঘটে। এতে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা যায় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এএফপি’র খবরে বলা হয়েছে, মেক্সিকোর কোর্তেজার পৌরসভায় এ হামলার ঘটনা ঘটে।
পৌরসভাটির সিটি হলের এক বিবৃতিতে বলা হয়, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনজন মহিলা, তিনজন পুরুষ ও সাত বছর বয়সী এক শিশুর লাশ দেখতে পায়। এ ঘটনায় একজন গুরুতরভাবে আহত হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে ৪টায় লা পালমা সুইমিং রিসোর্টে হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় বন্দুকধারীরা একদল লোকের উপর গুলিবর্ষণ করে এবং পালিয়ে যাওয়ার আগে নিরাপত্তা ক্যামেরা নিয়ে যায়।
এ ঘটনার পর স্থানীয় সংবাদমাধ্যম সাইট ডিবেট নোটিসিয়াসের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ক্ষতিগ্রস্তরা ঘন ধোঁয়ার মধ্যে মেঝেতে বসে আছেন। সেইসঙ্গে মেঝেতে চেয়ারে ভেঙে পড়ে আছে।
ভিডিওতে আরও দেখা যায়, বন্দুকধারীদের গুলি থেকে বাঁচতে লোকজন দৌড়াদৌড়ি করছিল।
মেক্সিকোর প্রধান টেলিভিশন টিভি অ্যাজটেকার ওয়েবসাইটে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, এ ঘটনায় এখনও আতঙ্কগ্রস্ত প্রাপ্তবয়স্করা এবং শিশুরা।
প্রতিবেদনে আরও বলা হয়, স্কুলের বসন্তকালীন ছুটির শেষ দিনে এই হামলার ঘটনা ঘটল।
উল্লেখ্য, গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প অঞ্চল। কিন্তু সান্তা রোসা দে লিমা অপরাধ গোষ্ঠী ও জালিস্কো নিউ জেনারেশন কার্টেল গ্রুপের মধ্যে বিরোধের কারণে মেক্সিকো সহিংস প্রদেশে পরিণত হয়ে উঠেছে।
মূলত ২০০৬ সালে ড্রাগ কার্টেলের বিরুদ্ধে লড়াই করার জন্য সেনাবাহিনী মোতায়েন করে সরকার। তার পর থেকে সহিংসতায় মেক্সিকোতে ৩ লাখ ৫০ হাজারের বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যার বেশিরভাগই অপরাধী দলকে দায়ী করা হয়েছে।
এসআইএইচ