ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় শিশুসহ নিহত ৮
ইউক্রেনে একটি আবাসিক এলাকায় রাশিয়ার মিসাইল হামলায় এক শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির দোনেস্ক অঞ্চলের স্লোভিয়ানস্ক শহরের অ্যাপার্টমেন্টের একটি ব্লকে এ হামলা চালানো হয় বলে আলজাজিরার খবরে জানানো হয়েছে।
এ বিষয়ে দোনেস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কো জাতীয় টেলিভিশনকে বলেন, স্লোভিয়ানস্ক শহরে ৭টি রাশিয়ান এস-৩০০ মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এতে এখন পর্যন্ত ২১ জন আহত এবং ৮ জন মারা গেছেন।
ইউক্রেনের পুলিশ এক টুইট বার্তায় জানায়, ধ্বংসস্তূপ থেকে একটি শিশুকে বের করে আনার পর অ্যাম্বুলেন্সেই মারা যায়।
মারা যাওয়া শিশুটির বয়স দুই বছর ছিল বলে জানিয়েছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। এর পাশাপাশি শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
ইউক্রেনের পুলিশ আরও জানায়, ক্ষেপণাস্ত্র হামলায় ওই ব্লকের ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও একটি পাঁচতলা ভবনের উপরের দুই তলা ধসে পড়ে এবং পাশের ভবনে আগুন লেগে যায়। ক্ষতিগ্রস্ত এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।
এ প্রসঙ্গে ওই আবাসিক এলাকার এক বাসিন্দা লারিসা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি রাস্তার উল্টো দিকে বসবাস করি। যখন মিসাইল হামলার ঘটনা ঘটে তখন আমি ঘুমাচ্ছিলাম। এ সময় মিসাইলের শব্দ শুনে ফ্ল্যাট থেকে দৌড়ে বের হয়ে যান বলে জানান তিনি।
এ ঘটনায় একটি ক্ষতিগ্রস্ত ভবনের ফুটেজসহ একটি পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই পোস্টে তিনি লেখেন, ‘দুষ্ট রাষ্ট্র আবার তার শক্তি প্রদর্শন করেছে।’
এসআইএইচ