ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪
ফরাসি আল্পস পর্বতমালায় তুষারধসে অন্তত চার জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। এতে ৯ জন আহত হয়েছেন ও দুই জন নিখোঁজ রয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় রবিবার (৯ এপ্রিল) মধ্যরাতের দিকে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের মন্ট ব্ল্যাঙ্কের কাছে আরমানসেট হিমবাহে এ তুষারধস হয়। খবর বিবিসির।
নিহতদের মধ্যে দুজন পাহাড়ি পথপ্রদর্শক রয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় ডেপুটি মেয়র।
কন্টামাইন্স-মন্টজোই গ্রামের ডেপুটি মেয়র জিন-লুক ম্যাটেল বলেছেন, পাহাড়ের চূড়া থেকে তুষারপাতের একটি স্ল্যাব বিচ্ছিন্ন হওয়ার কারণে তুষারপাতের ঘটনাটি ঘটেছে।
ম্যাটেল আরও বলেন, তুষার ধসে যারা মারা গেছেন, তারা সবাই অনেক অভিজ্ঞ পর্বতারোহী ও গাইড ছিলেন। তারা আমাদের পরিচত লোক। তাদের এমন আকষ্মিক মৃত্যুতে আমরা চরম শোকাহত।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানান, ৩ হাজার ৫০০ মিটার উচ্চতায় বিশাল এলাকাজুড়ে এই তুষারধস হয়েছে। কী কারণে এ ধস—তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানানা, চার জন ছাড়াও আর কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না— খুঁজে বের করতে উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে। পাশপাশি তুষারধসে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
বিবিসি জানায়, অনুসন্ধানকারী কুকুর ও উদ্ধারকারীদের দল সারাদিন অভিযান চালিয়ে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চালায়। নিখোঁজ দুই ব্যক্তির সন্ধানে সোমবার (১০ এপ্রিল) আবার কাজ শুরু হবে বলে জানানো হয়।
আরএ/