আকস্মিক সফরে কিয়েভে জার্মান অর্থমন্ত্রী
জার্মানির অর্থ ও জ্বালানি মন্ত্রী রবার্ট হ্যাবেক সোমবার ইউক্রেনের যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন নিয়ে আলোচনা করতে কিয়েভে আকস্মিক সফর করেছেন।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে নিশ্চিত করেছেন যে, হ্যাবেক ইউক্রেনের রাজধানীতে পৌঁছেছেন। তবে নিরাপত্তার কারণ উল্লেখ করে আর বিস্তারিত জানাতে অস্বীকার করেন।
সংবাদমাধ্যম এএফপি জানায়, জার্মান মিডিয়া জানিয়েছে, হ্যাবেক একটি ছোট ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে ট্রেনে কিয়েভ গেছেন।
জার্মানির সর্বাধিক বিক্রিত বিল্ড সংবাদপত্র জানায় হ্যাবেক কিয়েভ ট্রেন স্টেশনে সাংবাদিকদের বলেন, তিনি ইউক্রেনকে এই সংকেত দিতে সেখানে গিয়েছেন যে, ‘আমরা বিশ্বাস করি বিজয় এবং এরপর পুনর্গঠন হবে।’
হ্যাবেককে উদ্ধৃত করে সংবাদত্রটিতে বলা হয়েছে, ইউক্রেন ভবিষ্যতে অর্থনৈতিকভাবে শক্তিশালী অংশীদার হবে।
রাশিয়ার আগ্রাসনের এক বছর পর এই প্রথম জার্মানির ভাইস-চ্যান্সেলর হ্যাবেক ইউক্রেন সফর করছেন। চ্যান্সেলর ওলাফ শোলজ ও পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকসহ আরও অনেক জার্মান কর্মকর্তা ইতিমধ্যেই সফর করেছেন।
সংবাদমাধ্যম আরও জানায়, হ্যাবেকের সঙ্গে সফরকারীদের মধ্যে রয়েছেন ফেডারেশন অফ জার্মান ইন্ডাস্ট্রিজের (বিডিআই) প্রধান সিগফ্রাইড রাসওয়ার্ম। তিনি বলেন, এই সফর ইউক্রেনীয়দের সংকেত দিচ্ছে যে জার্মান অর্থনীতি তাদের পাশে দাঁড়িয়েছে।
বিশ্বব্যাংক অনুমান করছে যে ইউক্রেনের পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য কমপক্ষে ৪১১ বিলিয়ন ডলার (৩৮০ বিলিয়ন ইউরো) প্রয়োজন হবে।
এমএমএ/