পাকিস্তানে পদদলিত হয়ে নারী ও শিশুসহ ১১ জনের মৃত্যু
পাকিস্তানে রমজানের বিনামূল্যের খাদ্য বিতরণের সময় পদদলিত হয়ে নারী ও শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর করাচির সিন্ধু প্রদেশে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় নিহতদের ৮ জন নারী ও ৩ শিশু রয়েছে।
এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা মোহাম্মদ আরসালান জানান, তিনি ওই খাদ্য বিতরণ কেন্দ্রের কাছেই থাকেন। সকাল থেকে বিনামূল্যের খাবার সংগ্রহের জন্য সেখানে লোকজন ভিড় করছিল।
এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা মুগিস হাশমি জানান, খাদ্য বিতরণ কেন্দ্রের বাইরে যখন শত শত মানুষ আতঙ্কিত হয়ে খাবার সংগ্রহ করতে একে-অপরকে ধাক্কা দিতে শুরু করে তখন এ প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন পাশের ড্রেনে পড়ে গিয়ে আহতও হন।
তিনি আরও বলেন, খাদ্য বিতরণের ব্যাপারে স্থানীয় পুলিশ অবগত ছিল না। বিষয়টি জানা থাকলে তারা আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে পারত।
এ ঘটনার কারণ তদন্ত করার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
উল্লেখ্য, রমজান মাস শুরু হওয়ার পর থেকে দেশটিতে বিনামূল্যের খাবার সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা ঘটছে। গত সপ্তাহ থেকে সর্বশেষ হতাহতের ঘটনা পর্যন্ত পদদলিত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।
সূত্র: আল-জাজিরা
এসআইএইচ