আরব লিগ শীর্ষ সম্মেলন ১৯ মে, আয়োজক সৌদি আরব
আলজেরিয়ায় অনুষ্ঠিত আরব লিগের সম্মেলন
আরব লিগের শীর্ষ সম্মেলন আগামী ১৯ মে থেকে শুরু হবে। এবার সম্মেলনটি মুসলমানদের প্রধান ধর্মীয় দেশ সৌদি আরবে অনুষ্ঠিত হবে।
মিশরের রাজধানী কায়রোতে আরব লিগের সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরব লিগের সহকারী মহাসচিব হোসাম জাকি জানিয়েছেন, আরব লিগের প্রধান আহমেদ আবদুল ঘেইত ও সৌদি সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্তটি গৃহিত হয়েছে। আরব লিগের শীর্ষ সম্মেলন ১৯ মে থেকে শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।
আরব লিগ তাদের একটি বিবৃতিতে জানিয়েছে, ‘সৌদি রাজতন্ত্রের সরকার এই সম্মেলন আয়োজন করাকে স্বাগত জানিয়েছে।
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে তিন বছর পর গত বছরের নভেম্বরে সর্বশেষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এবারের আরব নেতাদের শীর্ষ সম্মেলনের প্রধান আলোচ্যসূচি হতে পারে এক দশক পর সিরিয়ার আবার প্রত্যাবর্তন ও মধ্যপ্রাচ্যের একমাত্র ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে অন্য আরব দেশগুলোর সম্পর্ক।
উত্তর আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, পূর্ব আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার আরব দেশগুলো ‘দ্য আরব লিগ’ এর সদস্য। ১৯৪৫ সালের ২২ মার্চ মিশরের রাজধানী কায়রোতে এর জন্ম। শুরুতে মোটে ছয়টি দেশ— মিশর, ইরাক, জর্দান, লেবানন, সৌদি আরব ও সিরিয়া দিয়ে যাত্রা শুরু হয় এ সংগঠনটির। এখন আরব লিগের সদস্যভুক্ত দেশ হলো মোট ২২টি। তবে ২০১১ সালের নভেম্বর থেকে শুরুর দেশ সিরিয়ার অংশগ্রহণ শাস্তিমূলকভাবে রহিত আছে।
আরব লিগের বর্তমান সদস্যরা হলো—আলজেরিয়া, বাহরাইন, কমোরোজ, ডিজেবুতি, মিশর, ইরাক, জদান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সিরিয়া, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
ওএফএস/আরএ/