৩ দিনের সফরে রাশিয়ায় চীনা প্রেসিডেন্ট
‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি আমন্ত্রণে আমি শিগগির রাষ্ট্রীয় সফরে রাশিয়ান ফেডারেশনে যাব। ১০ বছর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম দেশটি ছিল রাশিয়া, যেখানে আমি সফর করেছি’- নিজের রাশিয়া সফরের আগে লেখা একটি প্রবন্ধে উল্লেখ করেছিলেন চীনের রাষ্ট্রপতি ও চীনা কমিউনিস্ট পার্টির সর্বময় ক্ষমতার অধিকারী শি জিনপিং।
‘গেল এক দশকে আমি রাশিয়ায় মোট ৮টি সফর করেছি’, তিনি ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন, ‘আমি প্রতিবার অনেক আশা নিয়ে এসেছি ও আমি ফিরে গেছি বিশ্বস্ত ফলাফলগুলো নিয়ে। প্রতিবারই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একত্রে আমি চীন-রাশিয়ার সম্পর্কের একটি নতুন অধ্যায় খুলেছি।’
‘চীন রাশিয়ার অসাধারণ ও ঐতিহ্যবাহী ৭০ বছরের পুরোনো এবং তারও বেশি সম্পর্কের দিকে ফিরে তাকিয়ে আমরা শক্তিশালীভাবে অনুভব করি যে, আজকে যেখানে পৌঁছেছে আমাদের সম্পর্কটি সহজে এখানে আসেনি। আমাদের সম্পর্ক তারপরও অটলভাবে বাড়ছে এবং আমাদের সবার মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে’, প্রেসিডেন্ট শি জিনপিং তার সফরের আগের প্রবন্ধে উল্লেখ করেছেন।
‘চীন ও রাশিয়া খুঁজে পেয়েছে দেশভিত্তিক উন্নতির একটি বড় পথ। এটি এই সম্পর্কটির জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অবস্থাগুলো বদলে যাওয়া এবং যাচ্ছে বলে ও সেগুলোর চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য। একটি শিক্ষা জন্ম নিয়েছে আমাদের দু’পক্ষের ইতিহাস ও বাস্তবতায়।’
‘আমার রাশিয়ার সামনের সফরটি হবে একটি বন্ধুত্ব, সহযোগিতা ও শান্তির জন্য যাত্রা। আমি সামনের দিকে অত্যন্ত আগ্রহের সঙ্গে তাকিয়ে আছি যে, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কাজের মাধ্যমে একটি নতুন লক্ষ্যকে আমরা আত্মীকরণ করতে পারব। একটি নতুন ব্লুপ্রিন্ট এবং নতুন মাপকাঠিগুলো চীন-রাশিয়ার অধিক বুদ্ধিসম্পন্ন কৌশলগত অংশীদারিত্বের আরও উন্নয়ন করতে এবং আমাদের সহযোগিতার ক্ষেত্রগুলো সামনের দিকে আরও বাড়াতে পারব।’
‘এই সমাপ্তিতে আমাদের দুই পক্ষেরই প্রয়োজন সহযোগিতা ও পরিকল্পনাগুলোকে সমৃদ্ধকরণ। যেহেতু আমরা আমাদের উন্নয়ন ও নবজীবনের দিকে সম্মানজনকভাবে মনোযোগী হয়েছি, আমাদের সৃজনশীল হওয়া প্রয়োজন আমাদের ভাবনাগুলোতে, নতুন সুযোগ তৈরিগুলোতে এবং অন্তঃপ্রবিষ্ট করানো প্রয়োজন নতুন চালিকাশক্তি ও কর্মতৎপরতাগুলো। এটি গুরুত্বপূর্ণ যে, আমাদের যৌথ বিশ্বাস ও দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে সুপ্তশক্তিকে বের করে নিয়ে আসতে হবে যাতে চীন-রাশিয়ার সম্পর্ককে একটি উচ্চপর্যায়ে ধরে রাখা যায়।’
সোমবার (২০ মার্চ) তিন দিনের সফরে রাশিয়া গেছেন শি জিনপিং। আগামীকাল ২১ মার্চ রাশিয়ার রাজধানী মস্কোতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে চীনা প্রেসিডেন্টের আনুষ্ঠানিক বৈঠকটি অনুষ্ঠিত হবে। অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা-ভবিষ্যতের উন্নয়ন, সাম্প্রতিক বিষয়াবলি এবং রাশিয়া ও চীনের সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে তারা আলোচনা করবেন। তারা আন্তর্জাতিক ও দেশীয় ক্ষেত্রগুলোতে চীন-রাশিয়ার সহযোগিতা গভীরতর করতে মতামতের বিনিময় করবেন ও সে অনুসারে কাজ করবেন। তারা দুজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক অনেকগুলো চুক্তি করতে আশাবাদী।
ওএফএস/