হঠাৎ মারিউপোল সফরে পুতিন
যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সেনাদের দখলকৃত ইউক্রেনের মারিউপোলে সফর করেছেন।
রবিবার (১৯ মার্চ) ক্রেমলিনের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
হেলিকপ্টারে করে মারিউপোল যান পুতিন। সেখানে গাড়িতে করে কয়েকটি শহর ঘুরে দেখেন তিনি। সেখানে তিনি জায়গায় জায়গায় থেমেছেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন।
গত বছরের মে থেকে রাশিয়ান সেনাবাহিনী মারিউপোল শহরটি দখল করে আছে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই মারিউপোল শহরে গেছেন পুতিন।
এই শহরটিতে রাশিয়ার আক্রমণের পর বিশ্বের সবচেয়ে দীর্ঘসময়ের ও রক্তক্ষয়ী যুদ্ধগুলোর একটি হয়েছে। এখানেই রাশিয়ার প্রথম বিজয় অর্জিত হয়েছে। তারা রাজধানী কিয়েভ দখল করতে না পারার পর এই শহরে প্রথম বিজয় লাভ করে।
আজোভ শহরের তীরের মারিউপোল কয়েক সপ্তাহের যুদ্ধের পর বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন অ্যান্ড ইউরোপ (ওএসসিই) জানিয়েছে, রাশিয়ার মারিউপোলের একটি সামরিক হাসপাতালে বোমাবর্ষণ যুদ্ধাপরাধ ছিল।
ওএফএস/