ইকুয়েডর-পেরুতে ভূমিকম্প: নিহত বেড়ে ১৭
ইকুয়েডর ও পেরুতে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ইকুয়েডরে ১৬ জন ও পেরুতে একজন প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) দুপুরে এ ভূমিকম্প আঘাত হানে। খবর সিএনএনের।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গুয়াস প্রদেশের বালাও শহর থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) দূরে এবং ৬৬ দশমিক ৪ কিলোমিটার গভীরে। ৬৫ কিলোমিটার বা ৪১ মাইল জুড়ে ভূমিকম্পের আঘাত অনুভূত হয়েছে।
দেশটির রাষ্ট্রপতির দপ্তর টুইটারে জানায়, ভূমিকম্পে আনুমানিক ৩৮১ জন মানুষ আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রপতির অফিস।
সিএনএনের খবরে জানানো হয়েছে, ইকুয়েডরের অন্যতম বড় শহর কুয়েঙ্কাতে ভবনগুলোর ক্ষতি হয়েছে। এই শহরটি ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ।
ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক টুইট বার্তায় বলেছেন, ভূমিকম্পের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা যাচাই করার জন্য আমরা এলাকায় রয়েছি। আমি নিশ্চিত করতে চাই আমি আপনার সঙ্গে আছি।
দেশটির যোগাযোগ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ৪৪টি বাড়ি ধসে পড়েছে। আরও ৯০টির ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া ৫০টিরও বেশি স্কুল ঘর এবং ৩০টিরও বেশি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি এলাকায় ভূমিধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
পেরুতে ভূমিকম্পটি ইকুয়েডরের সঙ্গে তার উত্তর সীমান্ত থেকে মধ্য প্রশান্ত মহাসাগরীয় উপকূল পর্যন্ত অনুভূত হয়েছিল।
পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওতারোলা বলেছেন, ইকুয়েডরের সীমান্তে তুম্বেস অঞ্চলে একটি বাড়ি ধসে পড়ার কারণে মাথায় আঘাতে চার বছরের একটি মেয়ে মারা গেছে।
ইকুয়েডরের জিওফিজিক্স ইনস্টিটিউট অনুসারে, প্রাথমিক ভূমিকম্পের পরের ঘণ্টায় দুটি দুর্বল আফটারশক হয়েছিল।
ওএফএস/আরএ/