ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ৫০
ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণে ভূমিধসের ঘটনায় ১৫ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ৫০ জন। এ ঘটনায় যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার দেশটির দক্ষিণ চীন সাগরেরর নিকটবর্তী নাতুনা অঞ্চলে এ ঘটনাটি ঘটে।
জাতীয় দুর্যোগ প্রশমন এজেন্সির (বিএনপিবি) ছবি ও ভিডিওতে দেখা যায়, দুর্গম সেরাসান দ্বীপের বনাঞ্চলের মধ্য দিয়ে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বাড়িগুলির উপর মাটি ও ধ্বংসাবশেষ পড়তে দেখা যাচ্ছে।
বিএনপিবি জানিয়েছে, ভূমিধস ও অব্যাহত বৃষ্টির কারণে অনুসন্ধান ও উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এ জন্য সোমবার বিকালেই ৬০ জনের একটি উদ্ধারকারী দল সেরাসান দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়।
এ বিষয়ে বিএনপির মুখপাত্র আবদুল মুহারী বলেন, লজিস্টিক ডেলিভারি প্রক্রিয়া ত্বরান্বিত করতে মঙ্গলবার (৭ মার্চ) একটি হেলিকপ্টার মোতায়েন করা হবে।
এ ব্যাপারে নাতুনা সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আবদুল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৫০ জন নিখোঁজ রয়েছেন।
এ প্রসঙ্গে রিয়াউ দ্বীপপুঞ্জের দুর্যোগ প্রশমন এজেন্সির মুখপাত্র জুনাইনাহ বলেন, “আবহাওয়া বদলে যাচ্ছে। বাতাস এখনো জোরে বইছে। জোয়ারের ঢেউ বেশি হয়।”
এসআইএইচ