ফিলিস্তিনিদের জীবন জাহান্নামের মতো দুর্বিষহ: জাতিসংঘ মহাসচিব
দীর্ঘকাল ধরে ইসরায়েলি সরকারের জবরদখলে থাকা ফিলিস্তিনের মানুষদের জীবন ‘জাহান্নামের মতো দুর্বিষহ’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
উগ্র ইহুদি বসতি স্থাপনকারীরা জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বহু ঘরবাড়ি ও গাড়ি পুড়িয়ে দেওয়ার পর দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজকালীন এমন মন্তব্য করলেন গুতেরেস।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব। অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে হুওয়ারা গ্রামের পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বেগ নিয়ে তিনি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, ফিলিস্তিনিরা চরম দুর্বিষহ জীবনযাপন করছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের জীবন অনেক দিক দিয়ে জাহান্নামের মতো দুর্বিষহ হয়ে উঠেছে।
তবে গুতেরেস এ বিষয়টির সত্যতা অস্বীকার করেন যে, ইউক্রেন যুদ্ধের সঙ্গে তুলনা করলে ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ দ্বৈত ভূমিকা পালন করছে। দীর্ঘকাল ধরে চলা ইসরায়েল-ফিলিস্তিন সংকটের সমাধানে কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কোনো বিকল্প নেই বলেও দাবি করেন তিনি।
গত রবিবার রাতে অস্ত্রধারী ইহুদি বসতি স্থাপনকারীরা জর্দান নদীর পশ্চিম তীরে হুওয়ারা গ্রাম এবং এর আশপাশের ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও গাড়ি আগুনে পুড়িয়ে দেয়। ইসরায়েলি সেনাদের আগ্রাসনে ১১ ফিলিস্তিনির মৃত্যুর প্রতিশোধ নিতে ওইদিন ২ ইসরায়েলিকে গুলি করে হত্যা করে ওই গ্রামের নাবলুসে নামের এক যুবক।
ঘটনার পরপরই অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা হুওয়ারা গ্রামে তাণ্ডব চালায়। এতে একজন ফিলিস্তিনি মারা যায় এবং আহত হন ৩৯০ জন। এ ঘটনায় অবৈধ বসতি স্থাপনকারী কয়েকজনকে আটক করা হয়। তবে বৃহস্পতিবার ইসরায়েলি আদালতের নির্দেশে অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়।
এসজি