টয়োটার সিইওর পদত্যাগ!
দীর্ঘ ১৩ বছর ধরে টয়োটার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করা আকিও টয়োডা পদত্যাগ করেছেন এবং বিশ্বের অন্যতম বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান লেক্সাস এর প্রধান কোজি সাতোর কাছে দায়িত্ব হস্তান্তর করছেন। এর মাধ্যমে টোয়োটার আকিও টয়োডা যুগের অবসান ঘটল।
তবে এই পদত্যাগের মাধ্যমে তিনি যে টয়োটা ছেড়ে দিচ্ছেন বিষয়টি তা নয়। টয়োটার বরাত দিয়ে বার্তা সংস্থা সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, টয়োটার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তাকেশি উচিয়ামান্ডা দায়িত্ব ছেড়ে দেওয়ায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন আকিও টয়োডা। তবে তাকেশি উচিয়ামান্ডা পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে থাকবেন।
আকিও টয়োডা টয়োটার প্রতিষ্ঠাতা কিচিরো টয়োডার নাতি। তিনি ২০০৯ সাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। জাপান ও আন্তর্জাতিক বিশ্বে অটোমোবাইলস সেক্টরের উৎপাদন, বাজারজাত এবং গবেষণা প্রভৃতি বিষয়ে তার অভিজ্ঞতা বহু বছরের। তবে সে অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় বলেই ইঙ্গিত দিয়েছেন টয়োডা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জাপানে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'যখন আমি প্রেসিডেন্ট হিসাবে আমার গত ১৩ বছরের দিকে ফিরে তাকাই, তখন এমন একটি দিন ছিল না যা শান্তিপূর্ণ ছিল।'
তিনি আরও বলেন, আমি কখনোই শান্তিপূর্ণ বছর কাটাইনি, কখনোই নিজেকে প্রেসিডেন্ট ভাবিনি কারণ নেতৃত্বের সমালোচনা শোনা কঠিন। অফিসে বসে কাজ করার চেয়ে শ্রমিকদের সঙ্গে কারখানায় হাতে হাত মিলিয়ে কাজ করাই আমার কাছে বেশি প্রাধান্য পায়।
টয়োটার পক্ষ থেকে জানানো হয়েছে, বৈদ্যুতিক গাড়ির প্রতিযোগিতায় পিছিয়ে পড়া টয়োটাকে আরও গতিশীল করতেই সর্বোচ্চ পদে এমন রদবদল। তবে অন্য কোম্পানিগুলো যখন সম্পূর্ণভাবে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছিল তখন টয়োটা বলেছিল 'এটি এখনও নিশ্চিত নয় যে এটিই এগিয়ে যাওয়ার সেরা পথ।'
হাইব্রিড গাড়ি নির্মাণে নেতৃত্ব ধরে রাখা ও বিশ্বের সর্বাধিক বিক্রিত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সম্পূর্ণ ব্যাটারি চালিত বৌদ্যুতিক গাড়ি নির্মাণের ক্ষেত্রে বাজারে থাকা অন্যান্য প্রতিযোগীদের তুলনায় বেশ পিছিয়ে আছে টয়োটা। তবে তারা রিচার্জেবল ব্যাটারির পরিবর্তে অন-বোর্ড হাইড্রোজেন ফুয়েল সেল দ্বারা চালিত বৈদ্যুতিক যানবাহন তৈরিতে অন্যদের চেয়ে বেশি বিনিয়োগ করছে।
নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পাওয়া কোজি সাতো বলেছেন তিনি টয়োটা কে পূর্ণাঙ্গ 'মোবিলিটি কোম্পানি'তে পরিণত করার দিকে মনোনিবেশ করবেন।
/এএস