অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে পুলিশ সদস্যসহ নিহত ৬
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে গোলাগুলিতে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। ব্রিসবেন থেকে ২৭০ কিলোমিটার পশ্চিমে উইমবিয়াতে অস্ট্রেলিয়ান একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির খবরে জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউ সাউথ ওয়েলস পুলিশের অনুরোধে নিখোঁজ এক ব্যক্তির সন্ধানে স্থানীয় সময় সোমবার বিকালে ওই বাড়িতে যায় কুইন্সল্যান্ডের চার পুলিশ কর্মকর্তা। পুলিশের তল্লাশি চলাকালে তাদের উপর গুলিবর্ষণ করা হলে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে তিন সন্দেহভাজনও নিহত হয়। তবে কী কারণে পুলিশের উপর গুলি চালানো হয় তা স্পষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, ওই বাড়ির কাছে যাওয়ার পর কনস্টেবল ম্যাথিউ আর্নল্ড (২৬) ও রাচেল ম্যাকক্রো (২৯) কে গুলি করে হত্যা করে হামলাকারীরা। আরেক অফিসার গুলিবিদ্ধ হন এবং চতুর্থ জন ঘটনাস্থল থেকে পালিয়ে আসতে পারেন।
কর্তৃপক্ষ জানায়, কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে এ গোলাগুলি। প্রশিক্ষিত পুলিশ অফিসারদের গুলিতে মারা যাওয়া সন্দেহভাজনদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী ছিলেন।
এই অর্তকিত হামলাকে একটি "অকল্পনীয় ট্র্যাজেডি" হিসেবে বর্ণনা করেছেন কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল। তার মতে, বহু বছরের মধ্যে একটি একক ঘটনায় বাহিনীর সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা ঘটল।
মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করার পর তিনি বলেন, নিহত কর্মকর্তারা সুযোগ পাননি। দুইজন জীবিত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছে, এটা একটি অলৌকিক ঘটনা।
পুলিশ কমিশনার ক্যারল আরও বলেন, আর্নল্ড এবং ম্যাকক্রো পুলিশ বাহিনীতে তুলনামূলকভাবে নতুন ছিলেন কিন্তু তাদের অনেক প্রিয় ছিল। দুজনেরই বয়স ৩০ বছরের কম এবং উভয়ের চমৎকার ক্যারিয়ার ছিল।
এ ঘটনার চলমান তদন্তের বরাত দিয়ে ক্যারল বলেন, সম্ভাব্য উদ্দেশ্য বা কারণ সম্পর্কে এখনই তিনি মন্তব্য করতে বা বলতে পারছেন না।
এদিকে গুলিবর্ষণের ঘটনাটিকে অস্ট্রেলিয়ার জন্য একটি হৃদয়বিদারক দিন বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ।
সূত্র: বিবিসি
এসআইএইচ