সলোমন দ্বীপপুঞ্জে ভূমিকম্প, সুনামি সতর্কতা
সলোমন দ্বীপপুঞ্জে মঙ্গলবার (২২ নভেম্বর) প্রচণ্ড ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল সাত দশমিক শূন্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র কম্পনের কারণে টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র মাটিতে আছড়ে পড়ে। পরে এ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
রাজধানীর হেরিটেজ হোটেলের অর্ভ্যত্থনাকারী জয় নিশা বলেন, এটি বড় ধরনের ভূমিকম্প। হোটেলের কিছু জিনিসপত্র পড়ে গেছে। সকলেই ঠিক আছে। তবে আতঙ্কিত।
ভূমিকম্পের মূল কেন্দ্রের ৩ শ কিলোমিটারের মধ্যে সলোমন উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি ভূমিকম্পে বহু মানুষ নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ তথ্য অনুযায়ী, ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে আঘাত হানে। এর অগভীর গভীরতা ১০ কিলোমিটার।
এমএমএ/