পোল্যান্ডে আঘাত করা ক্ষেপণাস্ত্রটি ছুঁড়েছে ইউক্রেন সেনারা
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তিন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলছে পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন সেনারাই ছুড়েছেন।
মার্কিন কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, রাশিয়া থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইউক্রেন বাহিনী এটি ছুড়ে।
এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন যে, পোল্যান্ডে আঘাত করা ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে সম্ভবত ছোড়া হয়নি।
মঙ্গলবার ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের প্রজেডওডো গ্রামে আঘাত হানে। এতে দুইজন নিহত হন।
পোল্যান্ডের ভেতর ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর বিষয়টি নিয়ে হৈ চৈ পড়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অন্যান্য বিশ্ব নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। তাছাড়া জি-৭ জোট এবং ন্যাটোও জরুরি বৈঠকে বসার ঘোষণা দেয়।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই এই বিস্ফোরণের পেছনে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। তারা বলেছে এটি ‘উত্তেজনা বৃদ্ধির লক্ষ্যে ইচ্ছাকৃত উস্কানি’।
আরএ/