রুশ পর্যটক নিষিদ্ধে ইইউর প্রতি আহ্বান ইউক্রেনের
রুশ পর্যটকদের নিষিদ্ধ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
বুধবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দিমিত্রো কুলেবা বলেন, ইউরোপীয় ইউনিয়নে রুশ পর্যটকদের নিষিদ্ধ করা হবে যথাযথ পদক্ষেপ। কেননা, রাশিয়ার বেশিরভাগ মানুষ ইউক্রেনে রুশ আগ্রাসনকে সমর্থন করে।
এদিকে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার কিয়েভে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের আগে সকালে কিয়েভে পৌঁছান রাফায়েল গ্রোসির নেতৃত্বাধীন আইএইএ-র একটি দল।
টুইটরে দেওয়া পোস্টে রাফায়েল গ্রোসি বলেছেন, আমাদের অবশ্যই ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র জারোরিঝঝিয়ার সুরক্ষা নিশ্চিত করতে হবে।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারপাশের পরিস্থিতি ইউক্রেন ও সমগ্র বিশ্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমস্যাগুলোর একটি। সেখানে সম্ভাব্য বিস্ফোরণ, পারমাণবিক চুল্লির ব্যর্থতা, ইউক্রেনীয় নেটওয়ার্ক থেকে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো বড় ধরনের ঝুঁকি রয়েছে।’
টিটি/