বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

চক্ষু চিকিৎসক থেকে যেভাবে আল-কায়েদার প্রধান জাওয়াহিরি

আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন। তিনি ছিলেন আল-কায়েদার মূল মতাদর্শী এবং কৌশলবিদ। তার ছিল বিশ্বব্যাপী নেটওয়ার্ক। মার্কিন যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনাকারী হিসেবেও তাকে অভিযুক্ত করে আসছিল মার্কিন প্রশাসন।

কায়রোর মেডিসিন অনুষদের সাবেক শিক্ষার্থী আল-জাওয়াহিরি ছিলেন একজন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন। তিনিই নানা ঘটনা পরিক্রমায় আল-কায়েদার শীর্ষ নেতা নির্বাচিত হন।

১৯৯৮ সালে কেনিয়া এবং তানজানিয়ায় মার্কিন দূতাবাসে হামলা, ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্ক সিটিতে ৯/১১ হামলায় ৭১ বছর বয়সী মিশরীয় চক্ষু চিকিৎসকের মূল ভূমিকা ছিল। ৯/১১ তে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছিল।

২০১১ সালে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে নিহত হওয়ার দুই মাস পর আইমান আল-জাহওয়াহিরিকে নেতা নির্বাচন করে আল-কায়েদা।

বিন লাদেন একটি বিশিষ্ট সৌদি পরিবারে একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত পটভূমি থেকে এসেছিলেন। অন্যদিকে, আল-জাওয়াহিরির একজন ভূগর্ভস্থ বিপ্লবীর অভিজ্ঞতা ছিল। বিন লাদেন আল-কায়েদাকে ক্যারিশমা এবং অর্থ সরবরাহ করেছিলেন। কিন্তু আল-জাওয়াহিরিই কৌশল এবং সাংগঠনিক দক্ষতা এনেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির নিরাপত্তা অধ্যয়নের অধ্যাপক এবং বিশেষজ্ঞ ব্রুস হফম্যান অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে বলেন, ‘বিন লাদেন সবসময় তার (জাওয়াহিরি) দিকে তাকিয়ে থাকতেন’।

আল-জাওয়াহিরি ১৯৮১ সালে মিশরীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাতকে হত্যার পর আদালতের খাঁচায় দাঁড়ানোর সময় প্রথম আলোচিত হন।

ওই সময় সাদা পোশাক পড়া আল-জাওয়াহিরি চিৎকার করে বলেন, ‘আমরা ত্যাগ করেছি এবং ইসলামের বিজয় না হওয়া পর্যন্ত আমরা এখনো আরও ত্যাগের জন্য প্রস্তুত আছি’।

ইসরায়েলের সঙ্গে মিশরের শান্তিচুক্তির কারণে আনোয়ার সাদাতের উপর ক্ষুব্ধ ছিলেন আল-জাওয়াহিরি। তিনি যখন আদালতে বক্তব্য দেন তখন তার সহকর্মী আসামিরা স্লোগান দিচ্ছিল।

    বিন লাদেনের সঙ্গে আল-জাওয়াহিরি

আল-জাওয়াহিরি অবৈধ অস্ত্র রাখার জন্য তিন বছরের কারাদণ্ড ভোগ করেছিলেন কিন্তু হত্যার মূল অভিযোগ থেকে খালাস পেয়েছিলেন।

আল জাহওয়াহিরি একজন প্রশিক্ষিত সার্জন ছিলেন। তার ছদ্মনাম ছিল ‘দ্য ডক্টর’। আল-জাওয়াহিরি তার মুক্তির পর পাকিস্তানে যান যেখানে তিনি সোভিয়েত বাহিনীর সঙ্গে যুদ্ধরত আফগানিস্তানে আহত মুজাহিদিন যোদ্ধাদের চিকিত্সার জন্য রেড ক্রিসেন্টের সঙ্গে কাজ করেছিলেন।

তখনই আল-জাওয়াহিরি বিন লাদেনের সঙ্গে পরিচিত হন, যিনি আফগান প্রতিরোধে যোগ দিয়েছিলেন।

মিশর আক্রমণ

১৯৯৩ সালে মিশরে ইসলামিক জিহাদের নেতৃত্ব নেন আল-জাওয়াহিরি। তিনি ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে সরকারকে উৎখাত করার এবং একটি বিশুদ্ধ ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একটি প্রচারাভিযানের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। ওই সময় এক হাজার ২০০ জনেরও বেশি মিশরীয় নিহত হয়েছিল।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ১৯৯৫ সালের জুনে মিশরের তৎকালীন রাষ্ট্রপতি হোসনি মোবারকের বিরুদ্ধে একটি হত্যা প্রচেষ্টার পর মিশরীয় কর্তৃপক্ষ ইসলামিক জিহাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

ধূসর, সাদা-পাগড়িধারী আল-জাওয়াহিরি পাকিস্তানের ইসলামাবাদে ১৯৯৫ সালে মিশরীয় দূতাবাসে হামলার নির্দেশ দেন। বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি কম্পাউন্ডের গেট দিয়ে ঢুকে ইসলামাবাদের মিশরীয় দূতাবাসে ঢুকে পড়ে। এতে ১৬ জন নিহত হয়।

আল-জাওযাহিরি ১৯৯৭ সালে মিশরের লুক্সর শহরে বিদেশি পর্যটকদের উপর হামলার সঙ্গেও যুক্ত ছিলেন। ওই হামলায় ৬২ জন নিহত হয়েছিল।

১৯৯৯ সালে একটি মিশরীয় সামরিক আদালত আল-জাওয়াহিরির অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। ততক্ষণে, তিনি বিন লাদেনকে আল-কায়েদা গঠনে সহায়তা করেছিলেন। সেই সময় বিশ্বাস করা হয়েছিল যে তিনি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে কয়েক বছর লুকিয়ে ছিলেন।

বিন লাদেনের মৃত্যুর পর আল-জাওয়াহিরি পশ্চিমের উপর আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গ্রুপের প্রতিষ্ঠাতার হুমকির কথা স্মরণ করে তিনি বলেছিলেন, ‘যতক্ষণ না আমরা এটিকে বাস্তবে পরিণত করি এবং যতক্ষণ না আপনি মুসলমানদের ভূমি ছেড়ে না যান ততক্ষণ আপনি নিরাপত্তার স্বপ্ন দেখবেন না’।

কিন্তু আল-জাওয়াহিরি হতাশায় চোখে দেখেছিলেন যে আল-কায়েদা ২০১১ সালের আরব বিদ্রোহের দ্বারা কার্যকরভাবে দূরে সরে গিয়েছিল। আরব বিদ্রোহ মূলত মধ্যবিত্ত কর্মী এবং বুদ্ধিজীবীরা শুরু করেছিল। তারা কয়েক দশকের স্বৈরাচারের বিরোধিতা করেছিল এবং ২০১৪-২০১৯ সালে ইরাকে আইএসআইএস (ISIS) গ্রুপের উত্থান হয়েছিল এবং সিরিয়া বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছিল।

জাওয়াহিরির জন্ম ও বেড়ে উঠা

১৯৫১ সালে কায়রোর একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আল-জাওয়াহিরি। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ আল আজহারের গ্র্যান্ড ইমামের নাতি ছিলেন তিনি।

তিনি কায়রোর মাদি উপশহরে বেড়ে উঠেছিলেন। এই উপশহরে পশ্চিমা দেশের প্রবাসীদের অবস্থান ছিল। এসব পশ্চিমা প্রবাসী আল-জাওয়াহিরির বিরুদ্ধে তার কর্মকাণ্ডের জন্য সেই সময় প্রতিবাদও জানিয়েছিলেন।

ফার্মাকোলজির অধ্যাপকের ছেলে আল-জাওয়াহিরিকে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডে যোগ দেওয়ার জন্য ১৫ বছর বয়সে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি মিশরীয় লেখক সাইয়্যেদ কুতুবের বিপ্লবী চিন্তাধারার অনুপ্রেরণাও পেয়েছিলেন। সাইয়্যেদ কুতুবকে ১৯৬৬ সালে সরকার উৎখাত করার চেষ্টার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

১৯৭০ এর দশকে কায়রো ইউনিভার্সিটির মেডিসিন অনুষদে আল-জাওয়াহিরির সঙ্গে অধ্যয়ন করা সহপাঠীরা জানান, আল-জাওয়াহিরি ছিলেন একজন প্রাণবন্ত যুবক যিনি সিনেমা দেখতে যেতেন, গান শুনতেন এবং বন্ধুদের সঙ্গে রসিকতা করতেন।

আল-জাওয়াহিরির সহপাঠী নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডাক্তার বলেছেন, ‘যখন তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন তখন তিনি সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি ছিলেন’।

সূত্র: আল-জাজিরা টেলিভিশন

আরইউ/আরএ/

Header Ad

প্রবাসীদের জন্য ইলিশ মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইলিশ রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বুধবার (২৭ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে ১০০ দিন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, প্রবাসীরা যেসব দেশে আছেন সেখানে স্বল্প পরিসরে কিছু ইলিশ পাঠানো যায় কিনা সে বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ ইউরোপ-আমেরিকায় আমাদের প্রবাসীরা আছে। এর মধ্যে ইউরোপ-আমেরিকায় যেসব এলাকায় আমাদের বাঙালিরা আছে, সেখানে কিছু ইলিশ যায়। এখন আমরা মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ নেব।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ১০০ দিন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সংগৃহীত

তিনি বলেন, এ বছর ইলিশ মাছের আহরণ গত বছরের তুলনায় কম ছিল। তার একটি অন্যতম কারণ ছিল সময়মতো বৃষ্টি না হওয়া। তাছাড়া ভারত থেকে অবৈধভাবে ট্রলার ফিশিংয়ের মাধ্যমে ইলিশ আহরণ করা হয় বলে অভিযোগ আছে। তবে, এ বছর আমাদের নৌবাহিনী, কোস্ট গার্ড এবং নৌ পুলিশ এ বিষয়ে সতর্ক অভিযান চালিয়েছে এবং বেশ কিছু ভারতীয় ট্রলার এবং জেলে আটক করতে পেরেছে।

সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ে কাজ করবে উল্লেখ্য করে তিনি আরও বলেন, বাজারে ইলিশের দাম কেজি প্রতি ১৫০০ টাকা থাকায় এখনো সাধারণ মানুষের চাহিদা মেটাতে পারছে না। ইলিশের দামের ক্ষেত্রে সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগী এবং দাদন-ব্যবসাকে দায়ী করেছেন সংশ্লিষ্ট অংশীজনরা। মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে (সরকার)।

Header Ad

সুপ্তার সেঞ্চুরির আক্ষেপের পরেও বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

ছবি: সংগৃহীত

শারমিন আক্তার সুপ্তার প্রথম সেঞ্চুরি হয়েও আর হলো না। ৯৬ রান করে মিড অফে ক্যাচ তুলে দেন তিনি। হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো লম্বা সময় পর ওয়ানডে দলে ফেরা সুপ্তার। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলল স্বাগতিক বাংলাদেশ। এ ম্যাচে নিজেদের ওয়ানডে সংস্করণের সর্বোচ্চ ইনিংসের দেখা পেয়েছে নারী দলের ক্রিকেটাররা।

ম্যাচের সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন শারমিন সুপ্তা। ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়তেও পারতেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের হয়ে দ্রুততম হান্ড্রেডের মালিক হতে পারতেন। তবে শেষ পর্যন্ত নার্ভাস নাইনটিজে কাটা পড়েছেন সুপ্তা।

সাজ ঘরে ফেরার আগে এই ব্যাটারের ৮৯ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার অনবদ্য ইনিংসের উপর ভর করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটা ঠিকই পেয়েছে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে নিগার সুলতানা জ্যোতির দল।

ওয়ানডেতে এতদিন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ছিল ২৫০। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সংগ্রহ করে টাইগ্রেসরা। তবে এবার আইরিশ মেয়েদের বিপক্ষে ২৫২ রানের রেকর্ড গড়ল বাংলাদেশ।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে চোখ রেখে ঘরের মাঠে আইরিশ মেয়েদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বুধবার (২৭ নভেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলায় টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ব্যাট করতে নেমে উইকেট অক্ষত রাখতে পারলেও শুরুর দিকে বেশ মন্থর ছিলেন ব্যাটাররা। দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুনের উদ্‌বোধনী জুটি থেকে আসে ৫৯ রান। তবে ততক্ষণে ১৮ ওভারেরও বেশি খেলা শেষ হয়ে যায়।

৬১ বলে ৩৮ রান করে মুর্শিদা আউট হলে ভাঙে ওপেনিং জুটি। তবে অন্য প্রান্তে অর্ধশতকের দেখা পেয়েছেন ফারজানা হক। চার বাউন্ডারিতে ১১০ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর অধিনায়ক জ্যোতিকে নিয়ে বেশ ভালোভাবেই এগোতে থাকেন শারমিন সুপ্তা। রানের গতিও বাড়ছিল।

বাংলাদেশের ইনিংসে সাধারণত এক উইকেট পড়লে পরপর আরও কয়েকটি পড়ে যায়। আজ এ জায়গায় বেশ নিয়ন্ত্রণ ছিল স্বাগতিক মেয়েদের। এদিন ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি জ্যোতি। ২৮ বলে সমান সংখ্যক রান করে ক্যাচ দিয়ে ফিরেছেন অধিনায়ক।

অন্য প্রান্তে ইতিহাসের হাতছানি ছিল সুপ্তার সামনে। ইনিংসের ৪৯ তম ওভারে ফ্রেয়া সার্জেন্টের বলে আর্লেন কেলির হাতে ক্যাচ আউট হয়ে সেঞ্চুরির স্বপ্নভঙ্গ হয় শারমিন সুপ্তার। সাজঘরে ফেরার আগে ১৪টি চারের মারে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।

শেষ দিকে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার (১৩) ও সুবহানা মোস্তারি (৫)। আইরিশ মেয়েদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন ফ্রেয়া সার্জেন্ট।

Header Ad

নায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর

ছবি: সংগৃহীত

ঢালিউড মডেল ও অভিনেতা নিরব হোসেনের এক দশকের সংসার জীবনে ফাটল ধরেছে। সামাজিক মাধ্যমে তার স্ত্রী কাসফিয়া তাহের ঋদ্ধি পরকীয়ার অভিযোগ এনেছেন স্বামীর বিরুদ্ধে। স্ত্রী সন্তান ফেলে রেখে প্রাক্তনকে নিয়ে দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন নিরব এমন দাবি করে আজ বুধবার ভোররাতে পরপর দুটি স্ট্যাটাস দেন ঋদ্ধি।

নিজের ফেসবুকে দেওয়া প্রথম স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘‘বউ বাচ্চা ফেলে সাথে কীভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সাথে। আবার যোগাযোগ করে আমি কিছুক্ষণ পর আপলোড করব! যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্ট্যাবল হয় কোনো পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পড়ে থাকতে দেব না।

দ্বিতীয় স্ট্যাটাসে ঋদ্ধি লেখেন, নিরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ আমার মতো মুটিয়ে যাওয়া কদাকার স্ত্রীকে দীর্ঘসময় সহ্য করার জন্য। আমাকে অবশ্য আপনার কখনোই পছন্দ ছিল না! তাই আপনার ভালোবাসার মানুষও আমি বিগত ১১ বছরে একদিনের জন্যও ছিলাম না! কিন্তু আপনি আমার সব ছিলেন। দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীদের হারানোর কষ্ট নিজের বুকে চেপে দয়া দাক্ষিণ্য করে আমার সাথে থাকার জন্য, এডজাস্ট করে আপ্রাণ চেষ্টা করার জন্য আপনাকে আবারো ধন্যবাদ।

নিরবকে মুক্ত জানিয়ে তিনি আরও লেখেন, আজকে থেকে আপনি সম্পূর্ণ ভাবে কদাকার সংগহীন হলেন! ঋদ্ধি সংক্রান্ত কোনো রকম আপদ আপনার সুন্দর জীবনের ধারে কাছে আর না। আল্লাহর কাছে দোয়া করি, আপনি আসলেই অসম্ভব ভালো একজন মানুষ যে কখনো কারো খারাপ করতে পারেন না। অন্তত আমি ২০১৪-২০২৪ এর মাঝে কখনো দেখিনি আপনি মানুষ হিসেবে খারাপ। শুধুমাত্র আমিই ছিলাম আপনার চক্ষুশূল এবং একমাত্র বিরক্তির কারণ! এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

তাদের শুরুর কথা স্মরণ করিয়ে ঋদ্ধি লেখেন, ২০১৪ থেকে আপনি আমার লাইফে আসার পর থেকে আমার মা বাবা সন্তানদেরও আগে আপনি ছিলেন আমার প্রথম প্রায়োরিটি। রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না এ জন্য যেকোনো ধরনের ছোট বড় সমস্যাতেই দাঁত কামড়ে আপনার সাথে ছিলাম। এর জন্যই আপনারও সবচাইতে বড় সমস্যা আমি হয়ে গেলাম। আমার অনেক কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে, তারপরও এবার আপনাকে আর কখনোই বিরক্ত করব না! আপনার সব সমস্যার কারণ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দিস টাইম উই আর ডান ফরএভার।

সর্বশেষ নায়কের স্ত্রী লেখেন, আমি জানি না পরবর্তীতে আপনার নতুন পার্টনারকে আমি কিভাবে সহ্য করব। শুধু অতটুকুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সেই শক্তিটা দেয় যে আপনাকে আর বিরক্ত করতে আমার না হয়। আপনি যেন অসাধারণ যোগ্য পার্টনার পান সেই দোয়া করি এই আজানের সময়! সরি ফর অল যাই পজেজিভনেস এ্যান্ড মেন্টাল টরচারস। আমাকে মন থেকে মাফ করে দিয়েন।

এদিকে স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পর ঋদ্ধির ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ পাওয়া যায়। এ বিষয়ে নিরবেরও কোনো মন্তব্য পাওয়া যায়। দুই মাসের সফরে দেশের বাইরে আছেন তিনি। সেখানে বেশকিছু অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর পালিয়ে বিয়ে করেন নিরব-ঋদ্ধি। সেসময় তাদের এই বিয়ে মেনে নেননি নিরবের শ্বশুর। নিরবের নামে ঠুকেছিলেন মামলাও। দুই কন্যা সন্তান রয়েছে নিরব-ঋদ্ধি ঘরে।

Header Ad

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের জন্য ইলিশ মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ
সুপ্তার সেঞ্চুরির আক্ষেপের পরেও বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
নায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর
মুন্সি সমিতির অফিসে আগুন দিলো আইনজীবীরা
মৃত্যুর ৬ বছর পর প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান
তানজিম সাকিবের দারুণ বোলিং, জয়ে শুরু গায়ানার
ভিসার জন্য দুপুরে আমেরিকান দূতাবাসে যাচ্ছেন খালেদা জিয়া
ইসকন নিষিদ্ধে সরকারের অবস্থান জানতে চায় হাইকোর্ট
নারী যুগ্মসচিবের ধমক খেয়ে অজ্ঞান কর্মকর্তা, সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
আইনজীবী সাইফুল হত্যায় আটক ৩০
বিচ্ছেদের পর সামান্থাকে ‘সেকেন্ড হ্যান্ড’ শুনতে হয়
ইসকনের হামলার নিন্দা ও বিচারের দাবি শিবিরের
ভারতের বিবৃতি বন্ধুত্বের চেতনার পরিপন্থি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবিতে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ মিছিল
ইউক্রেনে এক মাসে লন্ডনের অর্ধেকের সমান এলাকা দখল রাশিয়ার
লেবাননে ইসরায়েলের হামলায় নিহত অন্তত ২২
স্বৈরাচার পালিয়েছে কিন্তু লেজ রেখে গেছে, তারা ষড়যন্ত্র করছে: তারেক রহমান
সহজেই বাংলাদেশকে হারাল উইন্ডিজ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান