বাইডেন ফের করোনায় আক্রান্ত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক ডা. কেভিন ও কনোর এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন।
ডা. কেভিন ও কনোর বরাতে বিবিসি এক প্রতিবেদনে জানায়, জো বাইডেন গত সপ্তাহে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চারবার করোনাভাইরাসের জন্য পরীক্ষা করান। পরীক্ষায় চারবারেই তার পজিটিভ ফলাফল আসে।
ডা. কেভিন বলেন, শরীরিকভাবে প্রেসিডেন্ট সুস্থ আছেন। নতুন করে তার চিকিৎসার দরকার নেই। তবে তিনি নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।
এক টুইটা বার্তায় জো বাইডেন বলেছেন, তার মধ্যে করোনাভাইরাসের লক্ষণগুলো নেই। তবে তার চারপাশের সবার সুরক্ষার কথা চিন্তা করে কোয়ারেন্টিনে থাকবেন তিনি।
৭৯ বছর বয়সী জো বাইডেন এর আগে গত ২১ জুলাই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন। তখন তার মধ্যে করোনার হালকা লক্ষণ ছিল।
সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করেছেন বাইডেন। মধ্যপ্রাচ্য থেকে ফেরার চারদিন পরই তিনি করোনায় আক্রান্ত হলেন। সফরকালে তিনি ইসরাইল, ফিলিস্তিন ও সৌদি আরবের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সফরে সর্বশেষ কয়েকটি আরব দেশের নেতাদের সঙ্গে একটি সম্মেলনেও যোগ দিয়েছিলেন তিনি।
আরএ/