ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২
ভারতীয় এয়ার ফোর্সের মিগ-২১ জেট বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) স্থানীয় সময় রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।
ভারতীয় বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের উতারলাই বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য ভারতীয় বিমানবাহিনীর দুই আসনের মিগ-২১ উড়োজাহাজটি উড়াল দিয়েছিল। রাত ৯টা ১০ মিনিটে এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশটির বিমানবাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির আদালত।
দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর রাখতে এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরিকে নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী এক টুইট বার্তায় বলেন, রাজস্থানের বারমার কাছে মিগ-২১ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দুই বিমান যোদ্ধার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। দেশের প্রতি তাদের অবদান জাতি কখনোই ভুলবে না। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
সংবাদ সংস্থা পিটিআই জানায়, বারমারের ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ। যুদ্ধ বিমানটি যে জায়গায় পড়েছে সেখানের মাটিতে ১৫ ফুট গর্ত হয়ে গেছে।
স্থানীয় সূত্রে বিমান ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার ও এয়ার ফোর্সের কর্মকর্তারা। ইতোমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন উদ্ধারকারী দল। কিন্তু কেন ঘটল এমন ভয়াবহ দুর্ঘটনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
এসএন