উত্তর প্রদেশে দুই বাসের সংঘর্ষে নিহত ৮
ভারতের উত্তর প্রদেশে দুটি দোতলা বাসের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
সোমবার (২৫ জুলাই) উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের একটি এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, আহতদের মধ্যে তিনজনকে লকনৌয়ের ট্রমা সেন্টানের পাঠানো হয়েছে।
দায়িত্বরত কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, লকনৌ থেকে ৩০ কিলোমিটার দূরে বারাবাংকি জেলায় এ সংঘর্ষ হয়। দুটি বাসই বিহারের সিতামারহি থেকে দিল্লি যাচ্ছিল। নরেন্দ্রপুর মাদ্রহা গ্রামের কাছে পৌঁছলে একটি দাঁড়িয়ে থাকা বাসকে পেছন থেকে ধাক্কা দেয় অপর বাসটি। পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। আহতদের উদ্ধার করে সিএইচসি হায়দারগড় কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে থেকে তিনজনকে লকনৌয়ের ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেছেন। এক টুইটার বার্তায় তিনি বলেছেন, ‘উত্তর প্রদেশে দুর্ঘটনায় প্রাণহানি খুবই দুঃখজনক।আহতদের দ্রুত উদ্ধার করে সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’
এসএন