পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার
টানা ৭২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার হলেন ভারতের পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শুক্রবার (২২ জুলাই) সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত তার বাড়িতেই অবস্থান করছিলেন ভারতীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তারা। টানা জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়।
শনিবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।
শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ পার্থের নাকতলার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডির একটি দল। এরপর টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। শনিবার সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে দক্ষিণ কলকাতায় পার্থের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২০ কোটি রুপি উদ্ধার করে ইডি। দুবস্তায় ভরা ছিল ২০০০ ও ৫০০ রুপির নোটের বান্ডিল। এ ছাড় ওই বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও জব্দ করা হয়। শনিবার সকাল পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় যন্ত্রের মাধ্যমে এসব রুপি গোণা হয়।
ইডির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, স্কুলে নিয়োগ দুর্নীতির সঙ্গে এসব রুপির সম্পর্ক রয়েছে বলে মনে করছে সংস্থাটি।
ইডির বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে ও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে শিক্ষাসচিব মণীশ জৈন জানিয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নির্দেশেই সমস্ত নিয়োগ করা হয়েছিল। উনিই নিয়োগের ক্ষেত্রে মূল নিয়ন্ত্রক ছিলেন। প্রাথমিকভাবে নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করে তা যাচাই করা হয়। কোনো রকম তলবি নোটিশ ছাড়াই শুক্রবার সকালে পার্থের বাড়িতে যায় ইডির দল।
এসএন