পশ্চিমবঙ্গে মন্ত্রীর ঘনিষ্ঠ নারীর বাসা থেকে ২০ কোটি রুপি উদ্ধার
পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক নারীর বাসা থেকে নগদ ২০ কোটি রুপি উদ্ধার করেছে ভারতের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল অর্পিতা চট্টোপাধ্যায় নামে ওই নারীর বিরুদ্ধে।
শনিবার (২৩ জুলাই) তদন্ত সংস্থার বিবৃতির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তদন্ত সংস্থা ইডির বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধার করা রুপির সঙ্গে এসএসসি পরীক্ষার দুর্নীতির সঙ্গে সম্পর্ক থাকতে পারে। এসব রুপি গুণতে ব্যাংক কর্মকর্তাদের সহায়তা নেওয়া হয়। রুপি ছাড়াও ওই বাসা থেকে ২০টি মোবাইল উদ্ধার করা হয়।
অর্পিতা চট্টোপাধ্যায় ছাড়াও শিক্ষামন্ত্রী পরেশ সি চৌধুরী, এমএলএ মানিক ভট্টাচার্যসহ আরও কয়েকজনের বাসায় অভিযান চালানো হয়।
বর্তমানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগে শিক্ষামন্ত্রী ছিলেন। সে সময় তার বিরুদ্ধে সরকার পরিচালিত স্কুলে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ করেছিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন।
তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, ওই ফ্ল্যাটে তিনটি ঘর। তার মধ্যে একটি ঘর বন্ধ। অন্য একটি ঘরে থাকেন অর্পিতা। তদন্ত কর্মকর্তারা সেই ঘরে ঢুকে দেখেন, ঘরের পাশেই রয়েছে একটি ওয়ারড্রব। কিন্তু সেটি বন্ধ। ইডির কর্মকর্তারা ওয়ারড্রব খুলতে বলেন অর্পিতাকে। তিনি ওয়ারড্রব খুলতেই দেখা যায় দুটি বস্তা।
ওই সূত্র জানায়, বস্তা খুলতেই দেখা যায়, দুই হাজার ও পাঁচশ টাকার নোটে ভরা ওই বস্তা। ওই ফ্ল্যাটে তল্লাশি করে এরপর পাওয়া যায় ২০টি আইফোন।
ইডি এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়া টাকার সঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির সম্পর্ক থাকতে পারে বলে তারা মনে করছেন।
২৪ ঘণ্টারও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থের বাড়িতে অবস্থান করছে ইডি কর্মকর্তারা। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান ইডি কর্মকর্তারা।
এদিকে এ অভিযানকে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি বলে মন্তব্য করেছেন পিশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল।
পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, শহীদ দিবসের একদিন পরই এমন অভিযান তৃণমূল নেতাদের হয়রানি ও ভয়ভীতি দেখানো ছাড়া আর কিছু নয়।
বেশকিছু দিন ধরেই বিজেপি প্রাথমিক, প্রাথমিক পরবর্তী ধাপ ও মাধ্যমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে বড় ধরনের অনিয়মের অভিযোগ করে আসছিল।