শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দিনেশ গুনাবর্ধনে
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিনেশ গুনাবর্ধনে। শুক্রবার (২২ জুলাই) শপথ নিয়েছেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে।
ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পরই দিনেশ গুনাবর্ধনেকে নিয়োগ দেওয়া হলো।
শুক্রবার (২২ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া দিনেশ গুণাবর্ধনে দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে পরিবারের মিত্র।
দিনেশ গোটাবায়া ও মাহিন্দা রাজাপাকসের দল পদুজানা পেরামুনা পার্টির সদস্য। শপথ অনুষ্ঠানে রনিল বিক্রমাসিংহে, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইনপ্রণেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাত দশকের মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কায় তুমুল বিক্ষোভের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে পদত্যাগপত্র পাঠান। এরপরই প্রথমে রনিলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। বুধবার পার্লামেন্টের ভোটে তিনি প্রেসিডেন্টের পূর্ণাঙ্গ দায়িত্ব পান।
শুক্রবারই মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথ হবে বলে ধারণা করা হচ্ছে।
এসএন