ব্রাজিলে বস্তিতে পুলিশের অভিযানে নিহত ১৮
ছবি- বিবিসি
অপরাধীদের ধরতে ব্রাজিলের একটি বস্তিতে সামরিক বাহিনীর অভিযানের সময় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ জুলাই) দেশটির রাজধানী রিও ডি জেনিরোর সবচেয়ে ভয়ঙ্কর এ বস্তিতে অভিযান চালানো হয়।
শুক্রবার (২২ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালের দিকে ভারী অস্ত্রে সজ্জিত ৪০০ পুলিশ মোতায়েন করা হয় আলেমাও নামে ওই বস্তিতে। অভিযানে নিহতদের মধ্যে ১৬ জন সন্দেহভাজন অপরাধী। এ ছাড়া একজন পথচারী ও একজন পুলিশ সদস্যও নিহত হয়েছেন।
অপরাধী চক্রের বিরুদ্ধে এ অভিযান বৃহস্পতিবার সারাদিন চলে এবং এ কারণে হাজার হাজার মানুষ তাদের বাড়িতে আটকে ছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযানের উদ্দেশ্য ছিল একে অপরের প্রতিদ্বন্দ্বী বস্তিগুলোতে হামলার পরিকল্পনাকারী অপরাধীদের খুঁজে বের করে গ্রেপ্তার করা।
ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম ওদিয়ার বরাত দিয়ে বিবিসি জানায়, অপরাধীদের অনেকে সামরিক পুলিশের মতো ইউনিফর্ম পরা ছিলেন। তাই তাদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে।
অভিযানে ৪০০ পুলিশ কর্মকর্তার পাশাপাশি ১০টি বুলেট প্রুফ যান ও চারটি হেলিকপ্টার অংশ নেয়।
অভিযানের সময় স্থানীয় বাসিন্দাদের আহতদের গাড়িতে তুলতে দেখা গেছে। অবশ্য একাজে পুলিশ কোনো সহায়তা করেনি বলেও অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
অ্যানাক্রিম হিউম্যান রাইটস কমিশনের গিলবার্তো সান্তিয়াগো লোপেস জানিয়েছেন, পুলিশ তাদের সাহায্য করতে অস্বীকার করেছে।
সংবাদমাধ্যমকে লোপেস বলেন, পুলিশের উদ্দেশ্য ছিল অপরাধীদের হত্যা করা, গ্রেপ্তার করা নয়। সেকারণে অভিযানের সময় তাদের কেউ আহত হলে পুলিশ মনে করেছে, তারা সাহায্য পাওয়ার যোগ্য নয়।
অবশ্য রিও ডি জেনিরোর এ ধরনের জনবহুল বস্তিগুলোতে পুলিশের প্রাণঘাতি অভিযান অস্বাভাবিক কিছু নয়। পুলিশ প্রায়ই এ ধরনের নিস্নআয়ের এলাকাগুলোতে মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালায়।
এসএন