পাকিস্তানে বরযাত্রীবাহী নৌকা ডুবে নিহত ২০
পাকিস্তানের পূর্ব পাঞ্জাবে ইন্দুস নদীতে বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে নারী ও শিশুসহ ২০ জন নিহত হয়েছেন।
সোমবার (১৮ জুলাই) এ ঘটনা ঘটে। জানা গেছে, নৌকাটিতে ১০০ জনের মতো যাত্রী ছিলেন। এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। খবর ডনের।
দেশটির সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানান, ঘটনাটি ঘটেছে সাদিকাবাদ জেলায়। এটি পাঞ্জাবের প্রধান শহর মুলতানের প্রায় ৩৫০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণে।
সাবেক আইএসপিআর ডিজি সেলিম অ্যাসি জানিয়েছেন, বরসহ অন্তত ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে। শিশুসহ প্রায় দুই ডজন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
তিনি আরও জানান, নৌকায় ৯০ থেকে ১০০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি। তবে নৌকাটিতে উপচেপড়া ভিড় ছিল। তিনি আরও জানান, নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
স্থানীয় সরকারী কর্মকর্তা আসলাম তাসলিম গণমাধ্যমকে জানান, আমরা এখন পর্যন্ত ২০টি মরদেহ উদ্ধার করেছি। তাদের বেশিরভাগই মহিলা।
এক বিবৃতিতে, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি কর্তৃপক্ষকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।
আরএ/