বিশ্বের সর্বোচ্চ টেলিস্কোপের মহাকাশযাত্রা

বিশ্বের সর্বোচ্চ টেলিস্কোপের মহাকাশযাত্রার মাধ্যমে ইতিহাস গড়ল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। অতীতের যেকোনো টেলিস্কোপের চেয়ে এটি একশগুণ বেশি শক্তিশালী হিসেবে মনে করছে ইউরোপ, আমেরিকা ও কানাডার মহাকাশ গবেষণা সংস্থার প্রকৌশলীরা। কারণ টেলিস্কোপটি তৈরিতে ৩০ বছর কাজ করেছেন তারা।
দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানা থেকে ইউরোপিয়ান আরিয়ান রকেটের মাধ্যমে মহাকাশ যাত্রা করেছে এই টেলিস্কোপ। আশা করা যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে এটির ৩০ দিন সময় লাগতে পারে।
এ ব্যাপারে শনিবার (২৫ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টেলিস্কোপটি তৈরিতে খরচ পড়েছে কমপক্ষে ১০০০ কোটি ডলার। ৩০ বছর ধরে এর নকশা করা হয়েছে। পৃথিবী থেকে দূরে অবস্থিত গ্রহগুলোর বায়ুমণ্ডল ছাড়াও আবহাওয়া সম্পর্কে অনুসন্ধানের সক্ষমতা আছে নতুন এই টেলিস্কোপের।
এ ব্যাপারে মার্কিন মহাকাশ সংস্থার প্রধান নিল নেলসন সংবাদমাধ্যমকে বলেন, ‘ওয়েব অসাধারণ একটি মিশন। আমরা যখন বড় স্বপ্ন দেখি তখন কী অর্জন করতে পারি তার এটি একটি উজ্জ্বল উদাহরণ এটি। আমরা সব সময় জানতাম যে প্রকল্পটি একটি ঝুঁকিপূর্ণ প্রচেষ্টা হবে। কিন্তু, অবশ্যই যখন আপনি একটি বড় পুরস্কার চান, আপনাকে একটি বড় ঝুঁকি নিতে হবে।’
এসআইএইচ
