অমিক্রনে আক্রান্তদের হাসপাতালে থাকার ঝুঁকি কম: গবেষণা
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে কম। ডেলটায় আক্রান্তের তুলনায় অমিক্রনে আক্রান্তের হাসপাতালে থাকার ঝুঁকি ৪০ থেকে ৪৫ শতাংশ কম বলে লন্ডনের ইমপিরিয়াল কলেজের প্রকাশিত গবেষণায় পাওয়া গেছে। খবর রয়টার্সের।
যুক্তরাজ্যে ১ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে পাওয়া পিসিআর টেস্টের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা এ তথ্য জানান। গবেষণা চলাকালে বিভিন্ন তথ্যের গড় পর্যবেক্ষণের ভিত্তিতে তারা দেখেছেন, ডেলটার তুলনায় অমিক্রনে সংক্রমিত হলে হাসপাতালে থাকার ঝুঁকি কম থাকে।
স্কটল্যান্ড ও যুক্তরাজ্যের প্রাথমিক গবেষণার ফলাফল থেকেও এমন তথ্য জানা গেছে। স্কটিশ গবেষণার সহলেখক জিম ম্যাকমানামান বলেন, পর্যবেক্ষণ, পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতে এই সুখবর দেওয়া যায় যে অমিক্রনে সংক্রমিত হলে হাসপাতালে থাকার ঝুঁকি কম।
স্কটিশ ওই গবেষণা আরও বলছে, নভেম্বর ও ডিসেম্বর মাসে করোনাভাইরাসের ডেলটা ও অমিক্রন ধরনে যারা আক্রান্ত হয়েছে, তাদের তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, অমিক্রনে আক্রান্ত হলে ডেলটার তুলনায় হাসপাতালে থাকার ঝুঁকি দুই-তৃতীয়াংশ কমে যায়।
ছোট পরিসরে চালানো ওই গবেষণাটির আওতায় যারা ছিলেন, তাদের মধ্যে ৬০ বছরের নিচে কেউই হাসপাতালে ভর্তি হননি।
যুক্তরাজ্যে আরেকটি গবেষণায় দেখা গেছে, ডেলটা তুলনায় অমিক্রনে আক্রান্ত হলে হাসপাতালে থাকার ঝুঁকি ২০ থেকে ২৫ শতাংশ কম।
ইমপিরিয়াল কলেজ লন্ডনের গবেষক আজরা ঘানি এক বিবৃতিতে বলেন, বুস্টার ডোজ টিকা হাসপাতালে যাওয়ার ঝুঁকি আরও কমাতে পারে।
কেএফ/