কুয়েত প্রবেশে নতুন বিধিনিষেধ
করোনা সংক্রমণ রোধে কুয়েতে প্রবেশের ৭২ ঘন্টা আগে করোনা টেস্ট করানোর নির্দেশনা থাকলেও এখন সে সময়সীমা কমিয়ে ৪৮ ঘন্টা করা হয়েছে। এই সিদ্ধান্ত আগামী রবিবার থেকে কার্যকর হবে।
অমিক্রন প্রতিরোধে নতুন সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের মন্ত্রিপরিষদ। দেশটিতে প্রবেশ করা যাত্রীদের ৪৮ ঘন্টা আগে পিসিআর টেস্টের সনদ নিতে হবে। আগে এই সময় ছিল ৭২ ঘন্টা। এছাড়াও ১০ দিনের জন্য হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে।
দেশটির মন্ত্রী পরিষদের জরুরি বৈঠকে করোনা ও নতুন ধরন অমিক্রন প্রতিরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পিসিআর রিপোর্ট নেগেটিভ হলে কোয়ারেন্টিন বাতিল করা হতে পারে।
এদিকে, টিকার দুই ডোজ গ্রহণের ৯ মাস পার হওয়াদের জন্য বুস্টার ডোজ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। বুস্টার ডোজ গ্রহণ না করলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তাদেরকে টিকা না নেওয়া হিসেবে গণ্য করা হবে। নিষেধাজ্ঞা আসবে দেশটিতে ভ্রমণ ও প্রবেশের ক্ষেত্রেও।
কেএফ/