স্কুলে শিক্ষকদের হাতে বন্দুক দিতে আইন করছে ওহাইও
একের পর এক বন্দুক হামলায় জর্জরিত যুক্তরাষ্ট্র। স্কুল, হাসপাতাল, গির্জা, শপিংমল কোনোটাই রেহাই পায়নি বন্দুক হামলা থেকে। অলাভজনক গবেষণা সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভের’ তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। বিভিন্ন মহল থেকে যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণের দাবি জোরালো হচ্ছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও একই মত দিয়েছেন।
এদিকে এসব হামলা থেকে রক্ষা করতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অন্য স্টাফদের হাতে বন্দুক তুলে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ওহায়ও অঙ্গরাজ্যের প্রশাসন। এ বিষয়ে একটি আইন কার্যকর করতে প্রস্তুত বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্কুলের শিক্ষক ও অন্য কর্মীদের ২৪ ঘণ্টার প্রাথমিক প্রশিক্ষণ শেষ করার পরে তাদের হাতে বন্দুক তুলে দেওয়া হবে। ওহাইও অঙ্গরাজ্য এ সংক্রান্ত একটি আইন প্রণয়ন করতে প্রস্তুত।
এ আইনের সমর্থকদের আশা, নতুন এ আইনটি কার্যকরের মাধ্যমে শিক্ষকদের সশস্ত্র করা হলে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে বন্দুক হামলা হ্রাস পাবে। এ আইন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শিক্ষকদের ইউনিয়ন ও অঙ্গরাজ্যটির প্রধান পুলিশ অফিসার ইউনিয়ন-সহ এ বিলের বিরোধীদের বক্তব্য, এটি শিশুদের জন্য স্কুলগুলোকে আরও বিপজ্জনক করে তুলবে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের উভালদের একটি স্কুলে বন্দুক হামলার ১০ দিন পর বিলটি চূড়ান্ত করা হয়েছে। বর্বর ওই হামলায় ১৯ জন শিশু শিক্ষার্থী-সহ দুই শিক্ষক নিহত হন।
ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর ও রিপাবলিকান মাইক ডিওয়াইন বলেছেন, ওই বিলে তিনি সই করে এটিকে আইনে পরিণত করবেন। আলোচিত বিলটি চলতি সপ্তাহে রিপাবলিকান-নিয়ন্ত্রিত ওহাইও’র সাধারণ পরিষদে পাস হয়েছে। গত এ বছর এ বিল ওহাইওর সুপ্রিম কোর্টে প্রত্যাখ্যান করা হয়েছিল। সে সময় বলা হয়েছিল, শিক্ষকদের হাতে বন্দুক দেওয়ার আগে ৭০০ ঘণ্টার শান্তি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করা প্রয়োজন।
বিলের সমর্থকরা বলছেন, নতুন আইনটি কার্যকর হলে স্কুলে হামলার সময় পুলিশ আসার আগেই সশস্ত্র আক্রমণকারীদের মোকাবিলা করতে পারবেন স্কুলের কর্মীরা।
বিলের স্পন্সর ও রিপ্রেজেন্টেটিভ সদস্য টমাস হল এক বিবৃতিতে বলেছেন, আমাদের স্কুলগুলোতে জরুরি পরিস্থিতিতে প্রতিটি সেকেন্ডের গুরুত্ব রয়েছে এবং এ আইনের মাধ্যমে সম্ভাব্য বিপর্যয় প্রতিরোধ করা যেতে পারে।
রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, অতীতেরেোনো অপরাধমূলক কর্মকাণ্ড আছে কি না তা চেক করেই শিক্ষকদের হাতে বন্দুক দেওয়া হবে এবং প্রতি বছর তাদের আট ঘণ্টার অতিরিক্ত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
এদিকে বিলটি তড়িঘড়ি করে প্রণয়ন করা হয়েছে বলে অভিযোগ করেছে ওহাইও এডুকেশন অ্যাসোসিয়েশন ও ওহাইও ফেডারেশন অব টিচার্স। একই সঙ্গে বিলটিকে ঝুঁকিপূর্ণ বলেও দাবি করা হয়েছে সংস্থা দুটির একটি যৌথ বিবৃতিতে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা ও এতে প্রাণহানির ঘটনা কিছুতেই থামছে না। গত বুধবার ওকলাহোমার তুলসায় একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজনের মৃত্যু হয়। নিহত হয় ওই বন্দুকধারী নিজেও। এরপর দিনই বৃহস্পতিবার আইওয়া অঙ্গরাজ্যের একটি গির্জার গাড়ি রাখার জায়গায় গুলি চালিয়ে দুই নারীকে হত্যা করেছেন এক বন্দুকধারী। এখানেও বন্দুকধারী নিহত হন।
এর মাত্র সপ্তাহখানেক আগেই টেক্সাসে একটি স্কুলে ভয়াবহ হামলায় নিহত হয় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন। এরপরই আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে জোর দাবি উঠতে থাকে দেশজুড়ে।
এ ছাড়া উইসকনসিন অঙ্গরাজ্যে একই দিন পৃথক বন্দুক হামলায় আরও দুইজন আহত হয়েছেন।
এসএন