পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ইন্দোনেশিয়া
পাম তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। আগামী সোমবার (২৩ মে) থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।
বৃহস্পতিবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। ইন্দোনেশিয়ায় পাম তেল সরবরাহ স্বাভাবিক হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
এক ভিডিওবার্তায় দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ বাজারে যে পরিমাণ তেলের প্রয়োজন তার চেয়ে বেশি তেলের সরবরাহ রয়েছে। এর ফলে সোমবার থেকে তেল রপ্তানি করা যাবে।
পাম তেল রপ্তানিতে ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ দেশ। স্থানীয় বাজারে ভোজ্য তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণে আনতে গত ২৮ এপ্রিল থেকে অপরিশোধিত পাম তেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি বন্ধের ঘোষণা দেয় দেশটি। এর ফলে বিশ্বব্যাপী উদ্ভিজ্জ তেলের বাজার বেশ বড় ধরণের ধাক্কা খায়। এর প্রভাব পড়ে বাংলাদেশের তেলের বাজারেও।
গত কয়েকদিনে ইন্দোনেশিয়ায় পাম তেলের উৎপাদন বেড়েছে। এমন পরিস্থিতিতে পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিতে রাজধানী জাকার্তাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন দেশটির কৃষকরা। কৃষকদের বিক্ষোভের পর এবার তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল দেশটির সরকার।
এসজি/