আসামে বন্যায় ৯ জনের মৃত্যু
ভারতের আসামে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বন্যায় ২৭ জেলায় ৬ লাখ ৬২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আসামে বন্যা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বন্যা কবলিত এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার।
ইতোমধ্যে আসামের বিভিন্ন জেলায় ১৩৫টি আশ্রয় কেন্দ্রে ৪৮ হাজারের বেশি মানুষ অবস্থান করছেন। এ ছাড়া বন্যা কবলিত এলাকায় যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি না হয় সেজন্য রাজ্যজুড়ে ১১৩টি বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বন্যা কবলিত জেলাগুলোতে ১৫০ কোটি রুপির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। পাশাপাশি কেন্দ্রীয় সরকার ত্রাণ ব্যবস্থার অংশ হিসেবে রাজ্যের জন্য এক হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছে।
আগামী চারদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে গৌহাটি আবহাওয়া অধিদপ্তর। এর ফলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
এসজি/