ইউক্রেন যুদ্ধ: বৈশ্বিক খাদ্যসংকটের আশঙ্কা জাতিসংঘের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আগামী মাসগুলোতে সারাবিশ্বে খাদ্যসংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।
বৃহস্পতিবার (১৯ মে) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দরিদ্র দেশগুলোর খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে দিয়েছে। খাদ্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জাতিসংঘ মহাসচিব বলেন, ইউক্রেনের রপ্তানি যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরিয়ে নেওয়া না গেলে বিশ্ব দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে। আর এই দুর্ভিক্ষ বছরের পর বছর ধরে চলতে পারে।
যুদ্ধে ইউক্রেনের বন্দর থেকে পণ্য সরবরাহ বন্ধ হয়। ইউক্রেন বিপুল পরিমাণে সূর্যমুখী তেল রপ্তানি করত। পাশাপাশি দেশটি ভুট্টা-গমের মতো খাদ্যশস্য রপ্তানিও করত।
বিশ্বব্যাপী খাদ্যের দাম গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেড়েছে বলে তথ্য দিয়েছে জাতিসংঘ।
আন্তোনিও গুতেরেস আরও বলেন, এই যুদ্ধ লাখ লাখ মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতার হুমকিতে ফেলতে পারে। বিশ্বে অপুষ্টি, ব্যাপকভিত্তিক ক্ষুধা ও দুর্ভিক্ষের মতো পরিস্থিতি দেখা দিতে পারে।
তিনি বলেন, পৃথিবীতে এখন যথেষ্ট খাদ্য মজুত আছে। কিন্তু এখনই যদি সমস্যার সমাধান করা না হয়, তাহলে আগামী মাসগুলোতে বিশ্বকে খাদ্যসংকটের বড় ধরনের বিপদের মুখোমুখি হতে হবে।
রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে। এরপর থেকেই বিশ্বব্যাপী খাদ্যপণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে। সরবরাহ সংকটে বিশ্বব্যাপী ডিজেল, পেট্রোল, ভোজ্যতেলসহ সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়েই চলছে।
আরএ/