ব্লাড ক্যান্সারে আক্রান্ত ভ্লাদিমির পুতিন?
ব্লাড ক্যান্সারে আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? হঠাৎই ছড়িয়ে পড়ল এমন জল্পনা। অন্তত দু'টি সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট গুরুতর অসুস্থ।
ক্রিস্টোফার স্টিল নামে প্রাক্তন এক ব্রিটিশ গুপ্তচর স্কাই নিউজকে জানিয়েছেন, ‘রাশিয়া এবং অন্যান্য বিভিন্ন সূত্র থেকে যে খবর পাচ্ছি, তাতে এটা নিশ্চিত যে পুতিন গুরুতর অসুস্থ।'
শুধু ওই প্রাক্তন ব্রিটিশ গুপ্তচর নন, পুতিন ঘনিষ্ঠ একজন রুশ ধনকুবেরও নাকি স্বীকার করেছেন, পুতিন ব্লাড ক্যান্সারে ভুগছেন। ওই রাশিয়ান ধনকুবেরের কথোপকথনের একটি অডিও ক্লিপ লিক হওয়াতেই এই তথ্য সামনে এসেছে। আমেরিকার একটি ম্যাগাজিন নিউ লাইনসের হাতে ওই অডিও ক্লিপটি এসেছে। অজ্ঞাতপরিচয় ওই রুশ ধনকুবের পশ্চিমী দুনিয়ার একজন ব্যবসায়ীর সঙ্গে পুতিনের স্বাস্থ্য নিয়ে কথা বলছিলেন। সেই ক্লিপই মার্কিন ম্যাগাজিনটির হাতে এসেছে।
ওই রুশ ধনকুবেরর দাবি অনুযায়ী, ইউক্রেনে হামলার নির্দেশ দেওয়ার আগেই ব্লাড ক্যানসারের চিকিৎসার জন্য পুতিনের পিঠে একটি অস্ত্রোপচারও হয়। অডিও ক্লিপে ওই ধনকুবেরকে বলতে শোনা গিয়েছে, 'পুতিন পাগল হয়ে গিয়েছেন।'
ইউক্রেনের রুশ হামলা শুরুর পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়। কারণ বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠানে তাঁর ভগ্ন স্বাস্থ্য সবারই চোখে পড়ে।
গত সপ্তাহে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় দিবসের উদযাপন অনুষ্ঠানেও উপস্থিত হন পুতিন। কিন্তু সেই অনুষ্ঠানে মঞ্চে বসে থাকার সময় তাঁর পা সবুজ রংয়ের মোটা চাদরের মতো জিনিস দিয়ে ঢাকা ছিল। ডেইলি মেল-এ প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, ওই অনুষ্ঠানে পুতিনের হাঁটাচলাও স্বাভাবিক ছিল না। সম্ভবত খুড়িয়ে চলা যাতে ধরা না পড়ে, তা নিশ্চিত করতে সতর্ক ভাবে ধীরে ধীরে পা ফেলছিলেন তিনি।
চলতি মাসের শুরুতেই বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়, সম্ভবত ক্যান্সারের চিকিৎসায় অস্ত্রোপচার হতে চলেছে পুতিনের শরীরে। সেই সময় সাময়িক ভাবে দেশের শাসন ভার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রাক্তন প্রধান এবং রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের বর্তমান মাথা চরমপন্থী হিসেবে পরিচিত নিকোলাই পাতরুশেভের হাতে তুলে দিতে পারেন পুতিন।