শ্বেতাঙ্গ আধিপত্যবাদকে বিষ আখ্যা দিলেন বাইডেন
শ্বেতাঙ্গ আধিপত্যবাদকে বিষ আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১৭ মে) নিউইয়র্কের বাফেলো পরিদর্শনকালে এ কথা বলেন বাইডেন।
স্থানীয় সময় গত শনিবার বাফেলো শহরের একটি সুপারমার্কেটে ১০ কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করা হয়। ১৮ বছরের শ্বেতাঙ্গ তরুণ পাইটন জেন্ড্রন সেমি অটোমেটিক অস্ত্র দিয়ে এ হামলা চালায়। অনলাইনে পোস্ট করা নথিতে নিজেকে ফ্যাসিবাদী ও শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী বলে দাবি করে ওই তরুণ।
এ ঘটনায় শোক প্রকাশ করে বাইডেন বলেন, শ্বেতাঙ্গ আধিপত্যবাদই শেষ কথা নয়। এখানে যা ঘটেছে সেটা সোজা কথায় সন্ত্রাসবাদ। ওই তরুণ ঘৃণায় বিশ্বাসী সংখ্যালঘুদের একজন।
হামলায় নিহতদের পরিবারের সদস্য এবং সহায়তাকারীদের সঙ্গে দেখা করেন বাইডেন। শ্বেতাঙ্গ আধিপত্যবাদকে বিষ আখ্যা দেন তিনি। বাইডেন বলেন, শ্বেতাঙ্গ আধিপত্যবাদ এক ধরনের বিষ। আমাদের রাজনীতির শরীরের মধ্য দিয়ে তা প্রবাহিত।
তিনি বলেন, যারা আমেরিকাকে ভালোবাসে না বা ভালোবাসার ভান করেন তাদের অক্সিজেনের বড় উৎস ঘৃণা। কোনোভাবেই তারা আমেরিকাকে বুঝতে চায় না।
বাইডেন আরও বলেন, ক্ষমতা, রাজনৈতিক স্বার্থ হাসিল ও সুযোগ সুবিধার জন্য মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। এখন আর আমরা কোনোভাবেই নীরব থাকতে পারছি না। আমেরিকায় শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শের কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: বিবিসি ও নিউইয়র্ক টাইমস
এসজি/