ইউক্রেনের ২৫৬ সেনার আত্মসমর্পণ, সমঝোতায় রাজি জেলেনস্কি
মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানায় কয়েক মাস ধরে বেশি সময় ধরে আটকে থাকা ২৫৬ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া।
মঙ্গলবার (১৭ মে) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২৫৬ সেনা আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে ৫১ জন গুরুতর আহত।
এদিকে ইউক্রেন জানিয়েছে, ইস্পাত কারখানার ভেতরে থাকা ২৬৪ সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে ৫৩ জন আহত সেনা রয়েছেন। এ ছাড়া ভেতরে থাকা বাকিদের সরিয়ে আনার চেষ্টা চলছে।
ইউক্রেনীয় উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানান, আজভস্টাল ইস্পাত কারখানা থেকে বাসে করে আহত সেনাদের রুশ নিয়ন্ত্রণাধীন শহর নোভোআজভস্কের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মানবিক করিডোরের মাধ্যমে বাকিদের ওলেনিভকাতে নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আজভস্টালের ইস্পাত কারখানায় অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের মধ্যে আহত ৫২ জনকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আত্মসমর্পণকারী সেনাদের আরেকটি স্থানে বন্ধী করা হয়েছে। ইউক্রেনের হাতে রাশিয়ার আটক সেনাদের মুক্তির বিনিময়ে আজভস্টাল থেকে আটক ইউক্রেনীয় সেনাদের ফিরতে দিচ্ছে রাশিয়া।
এমন পরিস্থিতিতে সুর নরম করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ শুরুর পর থেকে জেলেনস্কি বলছিলেন, ইউক্রেনের সেনারা শেষ পর্যন্ত লড়ে যাবেন, তারা আত্মসমর্পণ করবেন না। তবে আজভস্টাল পরিস্থিতির পর অবরুদ্ধ সেনাদের ফিরে পেতে সমঝোতায় রাজি জেলেনস্কি।
এক ভিডিওবার্তায় তিনি বলেন, ইউক্রেনের লোকদের জীবন বাঁচাতে পারব বলে আমরা আশা করছি। তাদের মধ্যে অনেকেই গুরুতর আহত। আহতদের সেবা দেওয়া হচ্ছে। ইউক্রেনীয় নায়কদের ইউক্রেনের জীবিত প্রয়োজন, সেটাই আমাদের নীতি। তাদের ফেরাতে কাজ চলছে। তবে এতে সময় প্রয়োজন।
সূত্র: স্কাই নিউজ, আল জাজিরা, সিএনএন
এসজি/