আসামে স্রোতের ধাক্কায় উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে ভারতের আসামে বন্যার সৃষ্টি হয়েছে। কিন্তু এই রাজ্যের বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ তা অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে বোঝা যাচ্ছে। ভিডিওতে দেখা যায়, কয়েক মিনিটের মধ্যেই স্রোতের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের একের পর এক বগি উল্টে যায়। আর এ ঘটনাটি আসামের হাফলং রেলস্টেশনে ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
আনন্দবাজারের খবরে জানা গেছে, বন্যার পানিতে ভাসছে পুরো হাফলং রেলস্টেশন। আর কাদার স্রোতের গ্রাসে বদলে গেছে পুরো স্টেশনের চেহারাই। ঘটনার দিন চলছিল অঝোরে বৃষ্টি। তার মধ্যেই গাছ, কাঠ, ধ্বংসস্তূপকে ঠেলে নিয়ে স্টেশনেই দাঁড়িয়ে থাকা একটি আস্ত ট্রেনের উপর আছড়ে পড়ে সেই স্রোত। এতে দাঁড়িয়ে থাকা ট্রেনেটির অনেকগুলো বগির উল্টে যাওয়ার ঘটনা ঘটে।
এ সময় দুর্ঘটনাকবলিত ট্রেনের ভিতরে ৪৮ ঘণ্টা আটকা পড়েন ২টি ট্রেনের প্রায় ২ হাজার ৮০০ জন যাত্রী। এর মধ্যে একটি ট্রেন উল্টে গেলেও ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পান ট্রেন যাত্রীরা।
খবরে আরও জানা গেছে, ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্রভাবিত হয়েছে দেশটির বাজালি, বাকসা, কাছাড়, চরাইদেও, দারাং, ধেমাজি, ডিব্রুগড়, ডিমা হাসাও, কামরূপ, কার্বি আলং, নওগাঁও, শোনিতপুর, মাজুলি এবং হোজাইসহ ২০টি জেলা। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা হোজাই এবং কাছাড় জেলার। হোজাইয়ে বন্যার কবলে পড়েছেন ৭৯ হাজার মানুষ। আর কাছাড়ে বন্যার কবলে প্রায় ৫২ হাজার মানুষ।
এসআইএইচ