মারিউপোল থেকে সরিয়ে নেওয়া হলো ২৬৪ ইউক্রেনীয় সেনা
মারিউপোলের আজভস্টাল স্টিলওয়ার্কে দুই মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা কয়েকশ ইউক্রেনীয় সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার।
তিনি বলেছেন, ৫৩ জন গুরুতর আহত সেনাকে রুশ-সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা নভোজভস্ক শহরে সরিয়ে নেওয়া হয়েছে। আর মানবিক করিডোর ব্যবহার করে আরও ২১১ জন সেনাকে ওলেনিভকাতে নেওয়া হয়েছে।
এর আগে আহত সেনাদের সরিয়ে নেওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছিল রাশিয়া। প্রায় ডজন খানেক বাস ব্যবহার করে অবরুদ্ধ প্ল্যান্টের নিচে লুকিয়ে থাকা ইউক্রেনীয় সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার সরকারি সংবাদ সংস্থাও আজভস্টাল স্টিলওয়ার্ক থেকে আহত ইউক্রেনীয় সেনাদের সরিয়ে নেওয়ার ভিডিও প্রকাশ করেছে।
হান্না মালিয়ার বলেন, রাশিয়ার আটক সেনাদের জন্য এ সেনা বিনিময় করা হবে।
সোমবার (১৬ মে) স্থানীয় সময় মধ্যরাতে ভার্চুয়ালি এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আহত সেনাদের সরিয়ে নেওয়ার অভিযানে ইউক্রেনের সামরিক, গোয়েন্দা, আলোচনাকারী দল, রেড ক্রস এবং জাতিসংঘ জড়িত ছিল। ইউক্রেনের তার বীরদের জীবিত দরকার।
রাশিয়ার সেনারা মার্চের শুরু থেকে দক্ষিণ এই শহরটিকে ঘিরে রেখেছে। এ কারণে সেখানে শত শত ইউক্রেনীয় সেনা, আজভ রেজিমেন্ট, ন্যাশনাল গার্ড, পুলিশ এবং আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটের পাশাপাশি অনেক বেসামরিক নাগরিক আটকা পড়েছেন। এখনও ভূগর্ভস্থ বাঙ্কারে কতজন অবস্থান করছেন সেটা স্পষ্ট নয়।
মালিয়ার আরও বলেন, যারা এখনও শহরটিতে অবরুদ্ধ আছেন তাদের বাঁচানোর জন্য ইউক্রেনের সেনাবাহিনী, গোয়েন্দা, ন্যাশনাল গার্ড এবং বর্ডার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র: বিবিসি
এসজি/