হাসপাতাল ছাড়লেন সৌদি বাদশাহ সালমান
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। জেদ্দায় বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বাদশা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সোমবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আরব নিউজ।
সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ জানায়, সৌদি আরব ও দেশের বাইরের শুভাকাঙ্খীদের সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাদশাহ সালমান।
এর আগে শনিবার (৭ মে) জেদ্দার হাসপাতালটিতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ভর্তি হন তিনি।
সর্বশেষ গত মার্চে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সালমান। সে সময় দেশটির সরকারি গণমাধ্যমের তরফ থেকে জানানো হয়, সৌদি বাদশাহের কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সেগুলো সফল হয়েছে। এ ছাড়া তার হৃদযন্ত্রে স্থাপন করা ‘পেসমেকারের’ ব্যাটারি বদল করা হয়েছে।
বাদশাহ সালমান ইসলামের পবিত্র স্থানগুলোর সংরক্ষণকারী, ক্রাউন প্রিন্স ও ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে দেড় থেকে দুই বছর দায়িত্ব পালন করেন।
৮৬ বছর বয়সী বাদশাহ ২০১৫ সাল থেকে সৌদি আরবের শাসনকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সালমানের শাসনে সৌদি আরবে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। তেলের ওপর নির্ভরশীলতা কমাতে অর্থনীতির অন্য খাতে নজর দেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে নারী স্বাধীনতার উপর। তার আমলেই প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেনে সঙ্গে চলমান যুদ্ধে জড়িয়েছে সৌদি আরব।
আরএ/