ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে বিপ্লব দেবের পদত্যাগের একদিন পরেই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চিকিৎসক মানিক সাহা।
রবিবার (১৫ মে) আগরতলার রাজভবনে রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্য্য তাকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় রাজভবনে সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দর যাদব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, অজয় জাম্বোয়াল, রতন লাল নাথ, সরকারের শরিক দল আইপিএফটির সভাপতি এন সি দেববর্মাসহ বিজেপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শপথ নেওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা সাংবাদিকদের বলেন, পূর্বে দলের নির্দেশ অনুসারে সংগঠন সামলেছি। ঠিক একইভাবে এবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করব।
এদিকে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) ত্রিপুরা রাজ্য কমিটি।
শনিবার (১৪ মে) স্থানীয় সময় বিকাল ৪টার পরে রাজ্যপালে গিয়ে আকস্মিকভাবে পদত্যাগপত্র জমা দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পরে আগরতলার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠক শেষে ক্ষমতাসীন দল বিজেপি জানায় ত্রিপুরা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডা. মানিক সাহা।
মানিক সাহা পেশায় একজন চিকিৎসক। তিনি বর্তমান রাজ্যসভার সাংসদ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ৬ মাসের মধ্যে তাকে কোনো বিধানসভা আসন থেকে জিতিয়ে আনতে হবে। সেটা খুব একটা কঠিন হবে না বিজেপির। কারণ ৬০ আসনের ত্রিপুরায় বিজেপি গত বিধানসভা নির্বাচনে ৪৪টিতেই জয় পায়। এখন তারই কোনো একটি থেকে মানিকের জয় নিশ্চিত করতে হবে বিজেপিকে।
মুখ্যমন্ত্রী হওয়ার দৌঁড়ে মানিকের সঙ্গে ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তবে চারিলাম আসনের বিধায়ককে পেছনে ফেলেন মানিক। গত এপ্রিল মাসেই রাজ্যসভার সাংসদ হন মানিক। তিনি শপথ নেন ৩ এপ্রিল। সাংসদ জীবনের মাত্র দুই মাস পূর্ণ হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন মানিক সাহা।
আরএ/