ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা
ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বিজেপি। বিপ্লবের পদত্যাগের পরেই জল্পনা শুরু হয় পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। সব জল্পনার অবসান ঘটিয়ে দলের রাজ্য সভাপতিকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিল বিজেপি।
শনিবার (১৪ মে) আগরতলার মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে বৈঠক শেষে জানানো হয়, ত্রিপুরা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডা. মানিক সাহা। বৈঠক শেষে উপস্থিত দলের কেন্দ্রীয় নেতারা মানিক সাহাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে শনিবার (১৪) বিকাল ৪টার পরে রাজ্যপালে গিয়ে পদত্যাগপত্র জমা দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
মানিক সাহা পেশায় একজন চিকিৎসক। তিনি বর্তমান রাজ্যসভার সাংসদ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ৬ মাসের মধ্যে তাকে কোনো বিধানসভা আসন থেকে জিতিয়ে আনতে হবে। সেটা খুব একটা কঠিন হবে না বিজেপির। কারণ ৬০ আসনের ত্রিপুরায় বিজেপি গত বিধানসভা নির্বাচনে ৪৪টিতেই জয় পায়। এখন তারই কোনো একটি থেকে মানিকের জয় নিশ্চিত করতে হবে বিজেপিকে।
শনিবার বিকালে আকস্মিক পদত্যাগ করেন বিপ্লব। গতকাল শুক্রবার দিল্লিতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন। ফিরে এসেই তার পদত্যাগের পরে মনে করা হচ্ছিল কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই পদত্যাগ করেছেন তিনি। বিপ্লবের পদত্যাগের পর থেকেই জল্পনা শুরু হয়ে যায় কে হবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব এবং ত্রিপুরার পরিষদীয় দল। তবে বিজেপি সূত্র জানায়, আগেই মানিক সাহার নাম চূড়ান্ত করে দেয় কেন্দ্রীয় নেতৃত্ব।
মুখ্যমন্ত্রী হওয়ার দৌঁড়ে মানিকের সঙ্গে ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তবে চারিলাম আসনের বিধায়ককে পেছনে ফেলেন মানিক। গত এপ্রিল মাসেই রাজ্যসভার সাংসদ হন মানিক। তিনি শপথ নেন ৩ এপ্রিল। সাংসদ জীবনের মাত্র দুই মাস পূর্ণ হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন মানিক সাহা।
১৯৯৮ থেকে ২০১৮ দু’দশক রাজ্যে বাম সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। সেই সরকারকে সরিয়ে মুখ্যমন্ত্রী হন বিপ্লব সাহা। আবার বিপ্লবকে সরিয়ে মুখ্যমন্ত্রীর পদে বসলেন আর এক মানিক।
আরও পড়ুন>>
যে কারণে মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন বিপ্লব দেব
আরএ/