ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আকস্মিক পদত্যাগ
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে আকস্মিকভাবে পদত্যাগ করেছেন বিজেপি নেতা বিপ্লব দেব। তিনি কেন এ ভাবে পদত্যাগ করলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারও কারও দাবি তাকে দল থেকে ইস্তফা দিতে বলা হয়েছে। তবে এই খবরের কোনো সত্যতা মেলেনি।
শনিবার (১৪ মে) বিকাল ৪টার দিকে রাজ্যপালে গিয়ে পদত্যাগপত্র জমা দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
এর আগে শুক্রবার (১৩ মে) দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করার পর বিপ্লব নিজেই টুইট করেন। সেই টুইটে আগামী দিনে দল তাকে বিজেপির সাংগঠনিক কাজে ব্যবহার করবে বলে দাবি করেছেন বিপ্লব।
২০১৮ সালে ত্রিপুরায় দখলের পরেই বিপ্লবকে মুখ্যমন্ত্রী করে বিজেপি নেতৃত্ব। উপ-মুখ্যমন্ত্রী হন জিষ্ণুদেব বর্মা। কিন্তু মেয়াদ শেষ হওয়ার এত আগে কেন পদত্যাগ করলেন, তার নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বিপ্লবের কথায় এমন ইঙ্গিত মিলেছে যে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই তার পদত্যাগ। পদত্যাগপত্র রাজ্যপালকে জমা দেওয়ার পরে বিপ্লব যা বলেন তাতেও তেমন ইঙ্গিত মেলে। তিনি বলেন, ‘দল আমাকে যেখানে যে কাজের জন্য ভাববে, আমি তাতেই রাজি।’
সরাসরি বিপ্লব কিছু না জানালেও বিজেপি সূত্রে খবর, পদত্যাগের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে গতকাল শুক্রবার কথা হয় তার। শুক্রবারই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করার পর নিজেই টুইট করেছিলেন বিপ্লব।
সূত্র: আনন্দবাজার
আরএ/